স্বামী বিবেকানন্দ
স্বামীজি-র প্রতি
********************
দামাল শৈশবের তীব্রতা,
তুমি ছড়িয়ে দিলে আধ্যাত্মিকতায়।
গেরুয়া বসনে এনে দিলে
অন্য ভালোবাসার রঙ।
নিষ্পাপ শিশুর গ্রহনযোগ্যতায়,
বিশ্বকে করলে আপন, নিমেষে।
প্রচলিত সন্ন্যাসের পথ ছেড়ে
তুমিই প্রথম শোনালে
বাস্তব জীবনের বাণী।
পৃথিবীকে বানালে একটা দেশ--
ভাতৃত্বের বন্ধনে বেঁধে ফেললে
সারা বিশ্বের মানুষকে।
ক্ষণস্থায়ী জীবনের
দীর্ঘস্থায়ী প্রভাব ছড়িয়ে দিলে
সকলের মননে,চিন্তনে।
হে যৌবনের দূত,
প্রণমী তোমায় আজ শুভক্ষণে।
সুভাশিস সরকার।
আমি সুভাশিস সরকার। আদি ঠিকানা কোলকাতা হলেও আমার জন্ম হাওড়া জেলায়।
বানিজ্য বিভাগের ছাত্র হলেও,কলেজ জীবন থেকেই সাহিত্যে অনুরাগ।লেখালিখির অভ্যাসটাও তখন থেকেই।
পড়াশুনার সাথে সাথে কবিতা চর্চা আর খেলাধূলা চলতে থাকে।
জীবনের একটাই নেশা,,,,,তা হলো ভ্রমন। সেই ছাত্রজীবন থেকে শুরু হয়ে,আজও চলছে।
Comments
Post a Comment