স্বামী বিবেকানন্দ


🌻🌻🌻ভারত পুত্র বিবেকানন্দ🌻🌻🌻
                        মিতালী মুখার্জী

অমৃতের বানী নিয়ে এসেছিলে তুমি
তোমার কৃপায় ধন্য এ ভারত ভূমি
ধন্য মা ভুবনেশ্বরী তুমি যে মহান
এমন অমূল্য রত্ন করে গেলে দান।
 রামকৃষ্ণ শ্রীমায়ের কৃপা তুমি পেলে
বিশ্বমাঝে ভারতের পরিচয়  দিলে।

আসমুদ্র হিমালয় জয় করে এসে 
 তোমার চরণ রেনু ভারতেই মেশে
সাগর বন্দনা করে চরণ তোমার
তোমার স্বদেশ মন্ত্র  ভারতের প্রাণ। শিকাগো ধরমসভা জয় করে এলে 
মহার্ঘ বিদেশি ফুল নিবেদিতা পেলে।বেলুন মঠের হোতা হে গুরু স্বামীজী
এখনো আঁধারে দেশ দাও কৃপারাজি

🙏💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🙏

আমি শিক্ষিকা ,, সমাজ সেবিকা। লেখিকা বা কবি  বলার থেকে সাহিত্যপ্রেমি শুনতে ভালবাসি।

Comments

Popular posts from this blog

কানপুরের জগন্নাথ মন্দির

শ্রীরামপুর - এর ইতিহাস ( ভাগ - ১ )