স্বামী বিবেকানন্দ


(তুমিই মোদের বিবেকানন্দ)
জাতীর বিবেক জাগিয়ে তুমি
      করেছো মনুষ্য রে ধন্য।
তুমি যে সেই চেতনা জাগান
      মোদের বিবেকানন্দ ।।
বাংলার সেই ছোট্ট বিলে ।
আপন গুনে জগৎ ছুঁলে ।।
মাতৃগর্ভে তোমার শিব রুপের 
                            প্রকাশ।
জীবে প্রেম মন্ত্রে তুমি বলেছ
           আকাশ বাতাস।।
শিশু কালেই শীতেকাতর বৈরাগী
  রে করে কম্বল দান।
রেখেছো তুমি আপন দয়াবান
      হৃদয়ে র প্রমান।।
সুঠাম দেহী সন্যাসী তুমি
             পেয়েছিলে আত্মচেতনা।
রামকৃষ্ণ মা সারদা র প্রিয়শিষ্য
     তুমি ছিলে স্বনামধন্যা ।।
             ( শ্রাবনী ) ।


আমি শ্রাবনী গাঙ্গুলী । দূর্গাপুর এর বাসিন্দা। আমি একজন হোম মেকার। ব‌ই পড়তে ভালোবাসি। কবিতা পড়তে লিখতে ভালো লাগে। অবসর সময়ে সুযোগ পেলে সমাজ কল্যাণ মুলক কাজের সাথে যুক্ত থাকি ।

Comments

Popular posts from this blog

কানপুরের জগন্নাথ মন্দির

শ্রীরামপুর - এর ইতিহাস ( ভাগ - ১ )