স্বামী বিবেকানন্দ
মহান সন্ন্যাসী ও দার্শনিক স্বামী বিবেকানন্দ ১৮৬৩ সালে ১২ জানুয়ারী ভারতের পবিত্র ভূমিতে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন দার্শনিক ও ভারতীয় সংস্কৃতির প্রচারক । স্বামী বিবেকানন্দ সমাজ কল্যাণ মূলক কাজের জন্য আমাদের দেশে তো জনপ্রিয় ছিলেন তবে ১৮৯৩ সালে তিনি আমেরিকার শিকাগো শহরে আয়োজিত একটি ধর্মীয় মহাসভায় উৎকৃষ্ট বক্তিতার পর থেকেই তিনি পাশ্চাত্যের বিভিন্ন দেশগুলিতে জনপ্রিয়তা লাভ করেন ।
বিবেকানন্দ
কলমে - স্বপ্না ব্যানার্জী
' বিলে ' মা ডাকতেন আকুল হয়ে
প্রতিষ্ঠিত উকিল বিশ্বনাথ দত্ত
তাঁর ছেলে নরেন্দ্রনাথ দত্ত
ছিল অতি মেধাবী
১৮৮৯ এ মাধ্যমিক , ক্রমে
এগিয়ে চলে পড়াশনা
বি.এ. তে প্রথম শ্রেণী
ধর্ম নিয়ে মনে ছিল শঙ্কা
ধর্ম শঙ্কা দূর করতে যান ব্রহ্মসমাজ
মনের সন্তুষ্টি না পেয়ে
সতেরো বছর বয়সে রামকৃষ্ণের শরণাপন্ন হন
দক্ষিণেশ্বরে মায়ের কাছে পাঠান রামকৃষ্ণ
পিতার মৃত্যুর কারণে চরম আর্থিক
দুর্দশাতেও তিনি মায়ের কাছে
বুদ্ধি , ভক্তি চাইলেন
রামকৃষ্ণ জয় মা , জয় মা বলে
তাঁর উদিত বিবেক দেখে
তাঁর নতুন নামকরণ করেন -
" বিবেকানন্দ "
বিবেকানন্দের বাণী -
" শিক্ষা হচ্ছে মানুষের অন্ত:নিহিত সত্ত্বার পরিপূর্ণ বিকাশ "
"শুধু বড়ো লোক হয়োনা .......
বড় মানুষ হও।"
" যদি সত্যিই মন থেকে কিছু করতে চাও
তাহলে পথ পাবে,
আর যদি না চাও তাহলে অজুহাত পাবে।"
" সারাদিন চলার পথে যদি কোনো
সমস্যার সম্মুখীন না হও, তাহলে
বুঝবে তুমি ভুল পথে চলেছ ।"
আমি স্বপ্না ব্যানার্জী , আশাকরি এই ব্লকজিনে সকল লেখকের লেখা আপনাদের ভালো লাগছে, ভবিষ্যতে আরো অনেক লেখা আপনারা পড়তে পারবেন। ছোট থেকেই গল্প বা ছোট দের লেখা বই পড়তে খুবই ভালো বাসতাম। নিজেও লিখতাম কিন্তু তা প্রকাশ করা সম্ভব হয়নি। বর্তমানে অনেক পত্রিকা তে লেখা বেরিয়েছে বা লেখা চলছে। আছে আরও প্রচেষ্টা একই সঙ্গে চলছে ।।
ভীষণ ভালো উদ্যোগ । সামনে এগিয়ে চলুন, "পিছন ফিরে তো ভীতু রা চায়"।
ReplyDelete