স্বামী বিবেকানন্দ
শিরোনাম--বিবেকানন্দ স্মরণে
কলমে--নীতা কবি মুখার্জী
আমাদের সবার প্রিয় মনীষী বিবেকানন্দ তুমি
তোমার গরবে গর্বিত হয় আমার ভারতভূমি।
রামকৃষ্ণের মানস-পুত্র, মহান মনীষী নরেন
ভারত-দেশের সনাতন ধর্ম সর্ব সমক্ষে তুলে ধরেন।
তাঁহার বানী যে অমর বানী আমরা যে তা মানি
তাঁহারই দীক্ষায় দীক্ষিত হই, তাঁরেই ঈশ্বর জানি।
জীবে করো প্রেম, আর্ত-দুঃখী সবারেই সেবা করো
ঈশ্বর-সৃষ্ট এই দুনিয়াটা প্রেম দিয়ে শুধু ভরো।
ধর্ম-বিজয়ে যাত্রা করলেন দেশ হতে দেশান্তরে
ভারত-মায়ের সনাতন ধর্ম রইলো সর্বোপরে।
দামাল, চঞ্চল, দস্যি ছেলে, নাই তুলনা তাঁর
ভয় কাকে বলে জানতেন না, দুঃসাহস যে অপার।
ধন্য গো মাতা রত্নগর্ভা, রতন তোমার ছেলে
একশো কোটি সন্তান মাঝে হয়তো একটা মেলে।
ধর্মের নামে দিকে দিকে আজ, লড়াই-লুটত-রাজ
অমানুষ, ভীরু ধর্মান্ধরা শোষন করছে সমাজ।
একবার ফিরে এসো এ ধরায় বীর-সন্ন্যাসী তুমি
তোমার পাদস্পর্শে ধন্য আমরা, ধন্য মাতৃভূমি।
ভারত-মায়ের বীর সন্ন্যাসী, মহান ঋষি যে তুমি
তোমার চরণ-পরশে হয়েছে ধন্য ভারতভূমি
ছোট্ট নরেন বড় দুরন্ত, বড় যে দস্যি ছেলে
সকল ভয়কে জয় করে সে যে সব বাধা পায়ে ঠেলে।
ধর্মকে নিয়ে কাটাছেঁড়া আর শুধু হানাহানি চলে
দেখ রে, মানুষ ! ধর্মান্ধরা! ধার্মিক কাকে বলে!
দেশে দেশে গেলেন ধর্ম প্রচারে, করলেন বিশ্বজয়
তাঁরই চরণ-পাদপদ্মে সব পাপ হয় ক্ষয়।
আর্ত-দুখীর সেবা করলেন মনপ্রাণ এক করে
শিব জ্ঞানে পূজা করলেন জীবে অনন্ত ভক্তি-ভরে।
রামকৃষ্ণ হলেন গুরু, সারদামনি যে মাতা
নিবেদিতা হন মন্ত্র-শিষ্যা, কত ভাগ্যের কথা
ভারতের মহান সনাতন-ধর্ম বিশ্ব করল জয়
মানুষেরই মাঝে দেবতা বিরাজে, কিসের রক্তক্ষয়?
Copyright@nitakabi
7/1/2022
পরিচিতি--নীতা কবি মুখার্জী আসানসোলের একজন কবি এবং বাচিক শিল্পী।
Comments
Post a Comment