কাশী বিশ্বনাথ মন্দিরের প্রতিষ্ঠা দিবস
আজ কাশী বিশ্বনাথ মন্দির প্রতিষ্ঠা দিবস। ১৭৭৭ সালের ২৫শে আগষ্ট, সোমবার, জন্মাষ্টমী তিথিতে প্রতিষ্ঠিত বর্তমান মন্দিরটি পুনর্নির্মাণ করে দেন ইন্দোরের মহারানি অহল্যাবাঈ হোলকর। কাশী বিশ্বনাথ মন্দির ভারতের বারাণসীতে অবস্থিত। বেদব্যাস বলেছেন -- "বারানস্যাঃ পরং স্থানং ন ভূতং ন ভবিষ্যতি। যথা নারায়নাদ্দেবো মহাদেবাদিবেশ্বরঃ।।" -- কূর্ম্ম পুরানম্।। অর্থাৎ-- যেমন নারায়ন অপেক্ষা শ্রেষ্ঠ দেবতা নাই, মহাদেব অপেক্ষা শ্রেষ্ঠ ঈশ্বর আর কেউ নাই, সেইরূপ বারানসী অপেক্ষা শ্রেষ্ঠ স্থান আর নাই। প্রলয়কালে ব্রহ্মার দিনবসানে যখন সারা জগৎ বিলীন হয়ে যায় তখনও শিব ত্রিশূলের ডগায় কাশীকে ধারণ করেন এবং পরে তাকে স্বমহিমায় স্থাপন করেন। পঞ্চক্রোশ ব্যাপী কাশী হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তীর্থ ও মুক্তিক্ষেত্র। এই স্থান মানবের কর্মবন্ধন কর্ষণ বা নাশ করে -- তাই এই স্থানের নাম কাশী। এই কাশীর প্রতিটা ধূলিকণা শিবসম পবিত্র। স্বয়ং শিব এখানকার মাহাত্ম্য প্রসঙ্গে বলেছেন -- এখানে আমার লিঙ্গরূপ পূজা করলে, স্মরণ ও মনন করলে আমি সকল ভক্তের প্রতি অতি প্রসন্ন হই ও তাঁদের জীবনের দুঃখ ও বিপদের হাত থেকে রক্ষা করি...