CHANDRAYAAN - 3


ভারতের চন্দ্রে অবতরণ
               ~ কুশল রায়

আমাদের সবার প্রিয় তৃতীয় চন্দ্রযান ,
গড়েছে দেশের মাথা উচু করা বিশ্বসম্মান ৷
সমস্ত পৃথিবীর মধ্যে এক অন্যন্য নজির সৃষ্টি করে ,
দিয়েছে পাড়ি বহুদূর বিক্রম আর প্রজ্ঞান এর হাত ধরে ৷ 
প্রথম বারের ব্যর্থতার পর সাফল্য এসে দিল হাতছানি ,
চন্দ্রের দক্ষিণ-মেরুর দূরবর্তী স্থানে ভারতীয় বিজ্ঞানী ৷

ভারতের মহাকাশ গবেষণা সাফল্যের জুড়লো নতুন পৃষ্ঠা 
চলার পথে তৈরি করবে অধ্যায় আলোক দিগন্তে ভরা ,
শুরু হয়ে গেল চন্দ্রমায় অনুবীক্ষণ এর নতুন প্রচেষ্টা
আর নেই কো দূর হাত বাড়ালে পাবে চাঁদের বন্ধুরা ৷

যা পারলো না করতে গোটা বিশ্বের শ্রেষ্ঠ অভিজ্ঞতা
করে দেখিয়েছে মোদের বৈজ্ঞানিকদের দৃঢ় অঙ্গীকার ,
এই জয়ে যে যতই আসুক না কেনো ভাগ নিতে ভারতের
একমাত্র  অবদান চন্দ্র-অভিযান বিজয়ে বৈজ্ঞানিকদের ৷

এই জয় বিশ্বাসের প্রতিশ্রুতি এই জয় হার না মানার
এর জন্য কত সময় নিহিত হলো ঝরল কত ঘাম , 
বিজ্ঞান নিয়ে চর্চা করা কঠোর পরিশ্রম প্রযুক্তির   
তাই বিশ্বের দরবারে শ্রেষ্ঠ তবে আজ ভারতের নাম ৷

Comments

Popular posts from this blog

কানপুরের জগন্নাথ মন্দির

শ্রীরামপুর - এর ইতিহাস ( ভাগ - ১ )