CHANDRAYAAN - 3
চন্দ্রযান ৩
আকাশের দিকে চেয়ে পাই,
চাঁদের দেখা,
এত ভালো লাগে যে তা,
যায়না যে লেখা।
চাঁদের মাটি যদি পাওয়া যায়,
হাতের মুঠোতে,
শিশু বায়না করে যদি বলে,
চাঁদকে এনে দিতে।
সে অসম্ভবই আজ সম্ভব হলো,
বিজ্ঞানের অবদান,
ছেলে বুড়ো সারা বিশ্ব সবে বলো,
জয় ভারতের চন্দ্রযান।
ইন্দ্রাণী মুখার্জ্জী
Comments
Post a Comment