সিঁদুর গাছ
সিঁদুর গাছ
""""""""""""'""'""'
সিঁদুর উদ্ভিদ( Sindoor plant ) বা বিক্সা ওরেলানা।
আমেরিকায় এই গাছের প্রচুর উৎপাদন আছে।
ভারতে এই উদ্ভিদ কে "সিন্দুরি" বা 'কপিলা' বলে।
এই গাছের ফল থেকে সিন্দুর তৈরি হয়। তাছাড়া লিপস্টিক তৈরি হয়ে থাকে। দেশের কিছু কিছু রাজ্যে এই কারণে এই গাছকে লিপস্টিক ট্রি (lipstick tree ) বলা হয়ে থাকে।
তাছাড়া এই গাছ থেকে নানান প্রসাধনী দ্রব্য ও কিছু খাবার তৈরি হয়। যেমন এই গাছের ফল থেকে সাবান, কালি,মাথার চুলের রং ইত্যাদি তৈরি হয়।
এর ফল থেকে চিজ মাখন ও সস তৈরি করা যায়। ফল পেকে ফেটে গেলে চারিদিকে সিঁদুর ছড়িয়ে পড়ে।
বাড়ির ছাদ বাগানে অথবা বাগানে এই গাছ করা যায়।
Comments
Post a Comment