CHANDRAYAAN - 3


'চন্দ্রযান 3'-এর সাফল্যের পিছনে ISRO তথা ভারতের ন্যাশানাল হিরোদের চিনে রাখুন। উপরের সারির বাঁদিক থেকে শুরু করছি।

🔴 শ্রীধরা সোমনাথ - ISRO চেয়ারম্যান
🔴 পি. ভিরামুথুভেল - 'চন্দ্রযান 3' প্রোজেক্ট ডিরেক্টর
🔴 শ্রীকান্ত - 'চন্দ্রযান 3' মিশন অপারেশন ডিরেক্টর
🔴 কল্পনা কে. - 'চন্দ্রযান 3' অ্যাসোসিয়েট প্রোজেক্ট ডিরেক্টর
🔴 এম. শঙ্করন - URSC (স্যাটেলাইট সেন্টার) ডিরেক্টর

এছাড়াও আরও অনেকেই রয়েছেন, যারা নীচের এই ফ্রেমে নেই। তাদের মধ্যে উল্লেখযোগ্য -

🔴 এস. উন্নিকৃষ্ণন নায়ার - VSSC (স্পেস সেন্টার) ডিরেক্টর
🔴 মোহন কুমার - 'চন্দ্রযান 3' মিশন ডিরেক্টর
🔴 এ. রাজারাজন - লঞ্চ অথরাইজেশন বোর্ড চিফ

এবং ঐ হাজার হাজার স্পেস সায়েন্টিস্ট, যারা দিন-রাত এক করে নেমে পড়েছিলেন এই মিশনকে সফল করার উদ্দেশ্যে। সবশেষে যার নাম না বললেই নয়, তিনি হলেন কে. সিভান, প্রাক্তন ISRO চেয়ারম্যান। তিনি স্বপ্ন দেখেছিলেন, এবং স্বপ্ন দেখিয়েছিলেন। সেই স্বপ্নেরই বাস্তবায়ন হল আজ।

জয় ISRO, জয় হিন্দ। ভারত আবার জগতসভায় শ্রেষ্ঠ আসন লবে। 🇮🇳❤️


শিরোনাম - ভারত ইতিহাস গড়লো
কলমে - স্বপ্না ব্যানার্জী
তারিখ - ২৩.০৮.২০২৩

ভারত ইতিহাস গড়লো 
পৃথিবীর বুকে মাথা উঁচু করলো 
চন্দ্রযান - ৩ সফল হলো
২৩.০৮.২০২৩ তারিখ চিরদিনের জন্য থাকলো
গর্বে উন্মাদ ভারতবাসী
জয় জয়কারে মাতলো দেশবাসী
বিক্রম চাঁদের দক্ষিণ মেরু তে নামলো
ছয়শো পঞ্চাশ কোটি ব্যয় হলো 
ইসরো দেখো কেমন ডঙ্কা বাজালো
আমাদের ভারতবর্ষ গর্বের সাজ সাজলো ।


Comments

Popular posts from this blog

কানপুরের জগন্নাথ মন্দির

শ্রীরামপুর - এর ইতিহাস ( ভাগ - ১ )