সাঁওতাল বিদ্রোহ দিবস ( ৩০ শে জুন)
৩০ শে জুন ভারতীয় উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামের একটি তাৎপর্যপূর্ণ দিবস যা ঐতিহাসিক সাঁওতাল হুল দিবস বা সাঁওতাল বিদ্রোহ দিবস নামে পরিচিত। আজ ঐতিহাসিক হুল দিবস।১৮৫৫ সালে ৩০ শে জুন ভাগনাডিহির মাঠে সাঁওতাল বিদ্রোহের সূচনা হয়। ইংরেজ সাম্রাজ্যবাদ বিরোধী প্রথম এই গণসংগ্রাম পরবর্তী কালে ভারতের স্বাধীনতা আন্দোলন কে অনুপ্রাণিত করেছে। স্যালুট ও শ্রদ্ধা জানাই সেদিনের সেই বিদ্রোহের বীর সেনানী সিধু-কানু-চাঁদ-ভৈরব-ফুলমনি-ঝানো-ডোমন মাঝি-কালো প্রামাণিক সহ অন্যান্য সৈনিকদের। মহাজন ও দাদন ব্যবসায়ীদের শোষণ-নিপীড়ন এবং ব্রিটিশ পুলিশ - দারোগাদের অত্যাচারে নিষ্পেষিত সাঁওতাল জনগণের মুক্তির লক্ষ্যে ১৮৫৫ সালে সিধু মুর্মু ও কানু মুর্মু এবং দুই ভাই চান্দ ও ভাইরো ভারতের নিজের গ্রাম ভগনাডিহি তে এক বিশাল সমাবেশের ডাক দিয়েছিলেন। সাঁওতাল জনগণের মহাজনের ঋনের পড়তে হতো বংশ পরম্পরায় তার থেকে নিস্তার পাওয়ার জন্য।সঙ্গে সরকারের খড়্গ নেমে আসতো তাদের ওপর। ১৮৫৫ সালেই যে সাঁওতাল বিদ্রোহের সূচনা তা নয় ,এর ৭৫ বছর আগ...