শ্রী রামকৃষ্ণ পরমহংস


সুপ্রভাত, সকল বন্ধুদের জানাই প্রভাতী শুভেচ্ছা। 
জয় শ্রী ঠাকুর  শতকোটি প্রণাম। দিন শুভময় হয়ে উঠুক সকলের জন্য শুভ কামনা করি। 
------------------------------------
।। জগত গুরু শ্রী রামকৃষ্ণ।। 
---------------------------------------
প্রেমের ঠাকুর শ্রীরামকৃষ্ণ, 
তোমার স্পর্শে কামারপুকুর হল যে ধন্য। 
তুমি যে রাম তুমি কৃষ্ণ, 
তুমি গুণধাম,
জয় রামকৃষ্ণ রাম। 
জয়রামবাটী হতে মা সারদা এলেন তোমার ঘরে, 
জগদ্ধাত্রী জননী রূপে সোনার সংসারে। 
কামার পুকুর কাঁদিয়ে তুমি এলে দক্ষিণেশ্বরে, 
রানী রাসমণি সাদরে তোমায় নিলেন বরণ করে। 
দক্ষিণেশ্বরী মা তোমায় চরণে দিলেন ঠাই,
পতিত, জনেরা উদ্ধারিল, তোমার কৃপায়। 
গিরিশ তোমার চরণে সোপিয়া, 
করিল প্রণাম সর্বস্ব দিয়া। 
প্রিয় ভক্তরে তুমি মুক্ত করিয়া, 
কন্ঠে ধারণ করিলে গুরু, 
সকল জনেরে করিলে দয়া, 
তুমি হইয়া কল্পতরু। 
হে জগৎ তারন, করুণা সাগর নয়ন অবিরাম, 
রাম ও কৃষ্ণ রাম জয় রাম কৃষ্ণ রাম।

---------------------------------
শিবানী চক্রবর্তী 

Comments

Popular posts from this blog

কানপুরের জগন্নাথ মন্দির

শ্রীরামপুর - এর ইতিহাস ( ভাগ - ১ )