১০ জুন ২০২৩ আজকের দিনে
আজ ১০ ই জুন ২০২৩ সাল l
আজকের দিনের কিছু কিছু গুরুত্বপূর্ণ ঘটনা -
১৭৫২- আজকের দিনে বেঞ্জামিন ফ্রাঙ্কলিন ঘুড়ি উড়িয়ে বজ্র থেকে বিদ্যুৎ আহরণ করতে সক্ষম হন।
১৮৭৭ - মৃত্যুবরণ করেন বাংলার অগ্রগণ্য সমাজপতি মহারাজা রমানাথ ঠাকুর।( জ.১৮০১)
১৮৯০ - আজকের দিন রবিবার ছিল। এদিন থেকেই ভারতে সাপ্তাহিক ছুটি রবিবার নির্ধারিত হয় ।
১৯০৫- আজকের দিনে অবনীন্দ্রনাথ ঠাকুরের উদ্যোগে বঙ্গীয় শিল্পকলা তথা বেঙ্গল স্কুল অব আর্ট গঠিত হয়।
১৯০৬ : জন্মগ্রহণ করেন কে এ দামোদর মেনন ভারতীয় স্বাধীনতা সংগ্রামী , রাজনীতিবিদ ও লেখক l
১৯১৩ : জন্মগ্রহণ করেন স্যার এডওয়ার্ড আব্রাহাম ইংরেজ বায়োকেমিস্ট , যিনি প্রথম অ্যান্টিবায়োটিক পেনিসিলিন এবং সেফালোস্পোরিনের আবিষ্কার করেন ।
১৯২৮ : দুগ্গিরাল গোপালকৃষ্ণায়া, তিনি একজন ভারতীয় স্বাধীনতা সংগ্রামী এবং দক্ষিণ ভারতের রাজ্য অন্ধ্র প্রদেশ থেকে ভারতীয় জাতীয় কংগ্রেসের সদস্য ছিলেন।
১৯৪৮- মৃত্যুবরণ করেন বাঙালি লেখক অতুলচন্দ্র সেন।(জ.১৮৭০)
১৯৫১ - মৃত্যুবরণ করেন এস ওয়াজেদ আলি, বাঙালি সাহিত্যিক। ( জ. ১৮৯০)
১৯৫৫ - জন্মগ্রহণ করেন প্রকাশ পাডুকোন, ভারতের অন্যতম ব্যাডমিন্টন খেলোয়াড়।
১৯৫৭ : মৃত্যুবরণ করেন ভাই বীর সিং, ভারতীয় শিখ কবি ও পণ্ডিত l
১৯৬০ - জন্মগ্রহণ করেন নন্দমুরি বলকৃষ্ণ, ভারতের তেলুগু চলচ্চিত্র শিল্পের একজন অভিনেতা।
১৯৬৫ - মৃত্যুবরণ করেন অতীন্দ্রনাথ বসু, ভারতের স্বাধীনতা আন্দোলনকারী বাঙালি বিপ্লবী। (জ. ১৮৭৩)
১৯৭২ আজকের দিনে ভারতের প্রথম তাপানুকূল যাত্রীবাহী জাহাজ হর্ষবর্ধনের সমুদ্রযাত্রা।
১৯৭২ - জন্মগ্রহণ করেন এরিক উপশান্ত, শ্রীলঙ্কান প্রাক্তন আন্তর্জাতিক ক্রিকেটার।
১৯৮১ - জন্মগ্রহণ করেন আলবি মরকেল, দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার।
১৯৮৭ : মৃত্যুবরণ করেন ভারতীয় সিনেমার অভিনেতা জীবন ( ওমকার নাথ ধর ) l
১৯৮৯ - জন্মগ্রহণ করেন ডেভিড মিলার, দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার।
১৯৯৩ - মৃত্যুবরণ করেন বিশিষ্ট বাঙালি বিজ্ঞানী ও চিকিৎসক সুধীরনাথ সান্যাল । (মৃ.১৯০০)
২০১৪ - মৃত্যুবরণ করেন গ্যারি গিলমোর, প্রখ্যাত অস্ট্রেলীয় আন্তর্জাতিক ক্রিকেটার ছিলেন । (জ. ১৯৫১)
২০১৯ - মৃত্যুবরণ করেন গিরিশ কারনাড, ভারতীয় ভাষাবিজ্ঞানী ও চলচ্চিত্র পরিচালক। (জ. ১৯৩৮)
২০২১ - মৃত্যুবরণ করেন বুদ্ধদেব দাশগুপ্ত, ভারতীয় বাঙালি কবি ও চলচ্চিত্র পরিচালক। (জ. ১৯৪৪)
Comments
Post a Comment