গল্প
বাবার সাথে প্রায় ঘন্টা খানেক ধরে ব্যাংকে বসে আছি। বিরক্ত হচ্ছি খুব। যত না নিজের উপর, তার চেয়ে বেশি বাবার উপর। অনেকটা রাগ করেই বললাম- "বাবা, কতবার বলেছি,অনলাইন ব্যাঙ্কিংটা শিখো। " বাবা বললেন -- এটা শিখলে কি হবে? -- ঘরে বসেই তুমি এই সামান্য কাজটা করতে পারতে। শুধু ব্যাংকিং না, শপিংটাও তুমি অন- লাইনে করতে পারো। ঘরে বসে ডেলিভারি পেতে পারো। খুবই সহজ। কিন্তু এই সহজ জিনিসটাই তুমি করবে না। বাবা জানতে চাইলেন -- করলে আমাকে ঘরের বাইরে বের হতে হতো না- তাই না? -- হ্যাঁ, বাবা তাই। এখানে এসে ঘন্টা খানেক অনর্থক বসে থাকতে হতো না। এরপর বাবা যা বললেন তাতে আমি নির্বাক হয়ে গেলাম। বাবা বললেন:- এতো সময় বাঁচিয়ে তোমরা কি করো ? ফোনেই তো সারাক্ষণ ব্যস্ত থাকো। কবে শেষদিন তুমি তোমার পিসির সাথে কথা বলেছো? দশ হাত দূরে প্রতিবেশী -- বৃদ্ধ কাকার খবর নিয়েছো ? অথচ, আপন জনের সাথে দেখা করতে আমরা দশ মাইল পথ হেঁটেছি। সময় বাঁচানোর চিন্তা করিনি।...