জ্যোতিন্দ্রনাথ ঠাকুর


আজকের দিন --------------------১৮৪৯ সালে ০৪ মে কলকাতায় জোড়াসাঁকো ঠাকুর পরিবারের সদস্য,মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের তৃতীয় পুত্র(দ্বিজেন্দ্রনাথ,সত্যেন্দ্রনাথ,জ্যোতিরিন্দ্রনাথ)অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের অগ্ৰজ জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর জন্মগ্ৰহণ  করেন।জ্যোতিদাদার জন্ম তারিখ-২২বৈশাখ,ইংরেজির-০৪ মে,১৮৪৯; রবিঠাকুরের জন্ম তারিখ:২৫ বৈশাখ,ইংরেজির ০৭মে ১৮৬১। জ্যোতিরিন্দ্রনাথ অঙ্কনবিদ্যা,সংগীতবিদ্যায় বিশেষ পারদর্শী ছিলেন।আকার মাত্রিক স্বরলিপি প্রচলন করেন যেগুলো রবীন্দ্রনাথ ঠাকুরের গানের স্বরলিপিতে প্রয়োগ করা হয়েছে।তিনি পরাধীন ভারতে দেশের স্বাধীনতার জন্যে  সংগঠকের কাজ করতেন।দেশলাই তৈরি,কাপড় বোনা,পাটের ব্যবসার সঙ্গেও  নিজেকে যুক্ত করেছিলেন।তাঁকে গানের কান্ডারি বলা হতো।পিয়ানো,সেতার সহ অনেক বাদ্যযন্ত্র বাজাতেন। সুন্দর গান গাইতেন।বিষ্ণুপদ চক্রবর্তী, যদু ভট্টর কাছে সংগীত শিক্ষা নিতেন।নাট্যকার হিসেবেও তাঁর বিশেষ খ্যাতি ছিল।রবীন্দ্রনাথ ঠাকুরের উপর তাঁর প্রভাব ছিল অনস্বীকার্য।ঠাকুর পরিবারের এই প্রচার বিমুখ সৃষ্টিশীল মানুষটির জন্মদিনে বিনম্র শ্রদ্ধা  নিবেদন করছি।।।।।।।।

Comments

Popular posts from this blog

কানপুরের জগন্নাথ মন্দির

শ্রীরামপুর - এর ইতিহাস ( ভাগ - ১ )