সত্যজিৎ রায়ের জন্মদিনে শ্রদ্ধাঞ্জলী


বিশ্বখ্যাত চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায় (২মে১৯২১ - ২৩এপ্রিল ১৯৯২ খ্রীস্টাব্দ)

 সত্যজিৎ রায় যেমন ছিলেন একজন বিখ্যাত বাঙালি তথা  ভারতীয় চলচ্চিত্র পরিচালক, তেমনই তিনি বাংলা সাহিত্যে তাঁর অবদানের জন্যও বিখ্যাত। তাঁর সৃষ্ট বিখ্যাত চরিত্রগুলি হল গোয়েন্দা ফেলুদা, বৈজ্ঞানিক প্রফেসর শঙ্কু ও তারিনীখুড়ো। তিনি এই তিনটি চরিত্র ছাড়াও অনেক ছোট উপন্যাস ও ছোট গল্প রচনা করেছেন। তাঁর লেখার মূল লক্ষ্য ছিল কিশোর ও তরুণ পাঠকবর্গ, যদিও তিনি আবালবৃদ্ধবনিতার কাছেই প্রিয় লেখক ছিলেন।

 তাঁর অধিকাংশ উপন্যাস ও গল্প প্রকাশ হয় কলকাতার আনন্দ প্রকাশনের মাধ্যমে, এবং তাঁর অধিকাংশ চিত্রনাট্যগুলি তাঁর বন্ধু নির্মাল্য আচার্য সম্পাদিত "এক্ষণ" নামে পত্রিকায় প্রকাশিত হয়।
 ১৯৯০-এর দশকের মাঝামাঝি তাঁর অনেক চলচ্চিত্র বিষয়ক লেখা এবং ছোট গল্পের সংকলন পাশ্চাত্যেও প্রকাশিত হয়। তাঁর অনেক গল্পই ইংরাজিতে অনুদিত ও প্রকাশিত হয়েছে।

সত্যজিতের সেরা সিনেমাগুলির মধ্যে অন্যতম বিখ্যাত হল অপুর ত্রিলজি, চারুলতা, মহানগর, অরণ্যের দিনরাত্রি, সোনার কেল্লা, হীরক রাজার দেশে, ঘরে-বাইরে, পরশ পাথর, নায়, আগন্তুক ইত্যাদি।
 তবে সত্যজিৎ রায় শুধু পরিচালক ছিলেন না। সিনেমার প্রতিটি ক্ষেত্রে তাঁর বিচরণ ছিল। এছাড়া লেখক, চিত্রশিল্পী, সুরকার, গীতিকার, গ্রাফিক ডিজাইনার হিসাবেও তিনি সমান জনপ্রিয় ছিলেন।

 দেশি-বিদেশি সম্মাননা
সত্যজিৎ রায়ের সিনেমা মোট ৩২টি জাতীয় পুরস্কার পেয়েছিল। এর মধ্যে ৬টি ছিল সেরা পরিচালকের পুরস্কার।
 এছাড়া ফরাসি সরকারের তরফে ১৯৮৭ সালে সেদেশের অন্যতম অসামরিক সম্মান 'লিজিয়ঁন দ্য অনার' দেওয়া হয় সত্যজিৎ রায়কে। 
তিনি ছাড়া পণ্ডিত রবিশঙ্কর ও অমিতাভ বচ্চন এই সম্মান পেয়েছেন।

নিম্নের তথ্যকটিতে প্রখ্যাত ভারতীয় চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের অর্জিত পুরস্কারগুলিকে তলিকাভুক্ত করা হয়েছে। এই পুরস্কারগুলিতে তার কাজ ও দৃষ্টিভঙ্গি সম্বন্ধে সারা বিশ্বের সমলোচকদের আগ্রহ ও প্রশংসার পরিচয় পাওয়া যায়।

 বছর পুরস্কার ও সম্মাননা পুরস্কারদাতা সংস্থা
১৯৫৮ পদ্মশ্রী ভারত সরকার
১৯৬৫ পদ্ম ভূষণ ভারত সরকার
১৯৬৭ রামন ম্যাগসাসে পুরস্কার রামন ম্যাগসাসে পুরস্কার ফাউন্ডেশন
১৯৭১ যুগোস্লাভিয়ার তারকা যুগোস্লাভিয়া সরকার
১৯৭৩ ডি লিট দিল্লি বিশ্ববিদ্যালয়
১৯৭৪ ডি লিট রয়েল কলেজ অফ আর্ট, লন্ডন
১৯৭৬ পদ্ম ভূষণ ভারত সরকার
১৯৭৮ ডি লিট অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়
১৯৭৮ বিশেষ পুরস্কার বার্লিন চলচ্চিত্র উৎসব
১৯৭৮ দেশিকোত্তম বিশ্ব-ভারতী বিশ্ববিদ্যালয়, ভারত
১৯৭৯ বিশেষ পুরস্কার মস্কো চলচ্চিত্র উৎসব
১৯৮০ ডি লিট বর্ধমান বিশ্ববিদ্যালয়, ভারত
১৯৮০ ডি লিট যাদবপুর বিশ্ববিদ্যালয়, ভারত
১৯৮১ ডক্টরেট বানারস হিন্দু বিশ্ববিদ্যালয়, ভারত
১৯৮১ ডি লিট উত্তর বঙ্গ বিশ্ববিদ্যালয়, ভারত
১৯৮২ Hommage à Satyajit Ray কান চলচ্চিত্র উৎসব
১৯৮২ সেন্ট মার্কের বিশেষ গোল্ডেন লায়ন ভেনিস চলচ্চিত্র উৎসব
১৯৮২ বিদ্যাসাগর পুরস্কার পশ্চিমবঙ্গ সরকার
১৯৮৩ ফেলোশিপ ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউট
১৯৮৫ ডি লিট কলকাতা বিশ্ববিদ্যালয়, ভারত
১৯৮৫ দাদাসাহেব ফালকে পুরস্কার ভারত সরকার
১৯৮৫ সোভিয়েত ল্যান্ড নেহরু পুরস্কার
১৯৮৬ ফেলোশিপ সঙ্গীত নাটক একাডেমি, ভারত
১৯৮৭ লেজিওঁ দনর (Légion d'Honneur) ফরাসি সরকার
১৯৮৭ ডি লিট রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়, ভারত
 ১৯৯২ একাডেমি সম্মানসূচক পুরস্কার (অস্কার) একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সাইন্সেস
 ১৯৯২ ভারত রত্ন ভারত সরকার। 

 তাঁর আজ ১০৩ তম জন্মদিবসে প্রয়াত এই মহান চলচ্চিত্রকার ও সাহিত্যিককে জানাই সশ্রদ্ধ প্রণাম ও কুর্নিশ ।

Comments

Popular posts from this blog

কানপুরের জগন্নাথ মন্দির

শ্রীরামপুর - এর ইতিহাস ( ভাগ - ১ )