কবি সুকান্ত ভট্টাচার্য
।। কবি সুকান্ত প্রসঙ্গে কিছু কথা।।
*************************
এই পৃথিবীতে তার বেঁচে থাকার আলো ছিল মাত্র একুশটি বছর। বিশিষ্ট ইংরাজ কবি জন কিটস অথবা চ্যাটারটনের সঙ্গে অনেকে তাকে তুলনা করেন। প্রকৃতির আশ্চর্য নিয়মে ওরা দুজনে ছিলেন, স্বল্পায়ু। তবুও আজ আমরা তাকে মনে রেখেছি বাংলা সাহিত্যের এক বিদ্রোহী কবি হিসেবে। তিনি হলেন কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য।
আজও সুকান্তের অনেক কবিতা আমাদের মুখে মুখে ফেরে। আমরা বলে উঠি খুদার রাজ্যে পৃথিবী গদ্যময়। পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি। আমরা বলি চলে যাব তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাবো জঞ্জাল। এই বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি। নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। সুকান্ত ছিলেন অসাধারণ প্রতিভা সম্পন্ন কবি। সাধারণ নিম্নবিত্ত পরিবারে তার জন্ম হয়েছিল। ছোটবেলা থেকে কলম ধরেছিলেন। একে একে তার বেশ কয়েকটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়। প্রকাশিত হয় ছাড়পত্র, ঘুম নেই, পূর্বাভাস, নীতিগুচ্ছ, মিঠে কড়া, হরতাল, ইত্যাদি। এছাড়া তিনি যেসব চিঠি লিখে গেছেন, সেই চিঠিগুলির মধ্যে তার দরদী এবং বিদ্রোহী মনের পরিচয় লুকিয়ে আছে। তার মৃত্যুর পর বেশ কিছু অপ্রচলিত রচনা ধীরে ধীরে প্রকাশনের আলো দেখেছে। আমরা বুঝতে পারছি, সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে কিভাবে তিনি পদচারণা করে গেছেন। যদিও মূলত তিনি কবি হিসেবেই পরিচিত কিন্তু তার বেশ কয়েকটি গল্প এখন প্রকাশিত হয়েছে। বিশিষ্ট সমালোচকরা বলে থাকেন, সুকান্ত যদি দীর্ঘায়ু হতেন তাহলে হয়তো আমরা গদ্যকার এবং উপন্যাসিক হিসেবেও তাকে খুঁজে পেতাম। আমাদের দুর্ভাগ্য বাংলা সাহিত্যের এক মরমি শিল্পী এইভাবে অকালে ঝরে গেলেন পৃথিবীর বুক থেকে। সুকান্তের কবিতা প্রসঙ্গে আমাদের করতে গিয়ে প্রথমেই যে কথা বলা উচিত তা হল, তার কবিতা সর্বক্ষেত্রে রাজনৈতিক চেতন সমৃদ্ধ এবং সমকালীন দৃষ্টিভঙ্গি সম্পন্ন। যে সময় তিনি এই গ্রহে বর্তমান ছিলেন তখন ভারতবর্ষে রাজনৈতিক মন্দা দেখা দিয়েছে। বিশ্বের বুকে শুরু হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। বিশ্বের সর্বত্র হানাহানির রক্তাক্ত পরিবেশ। এই পটভূমিতে বসে কেউ বোধহয় ভালোবাসার কথা লিখতে সাহস করবে না। কেউ প্রেমের গান গাইবে না। সত্যি তখন ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় হয়ে উঠেছে।
সুকান্ত কে ধন্যবাদ,
নির্যাতিত নিপীড়িত মানুষের অনুভূতি তিনি কবিতার মাধ্যমে প্রকাশ করার সৎ সাহস দেখিয়েছিলেন। তার কবিতা সমাজের বিভেদ বিভাজনের বিরুদ্ধে চাবুকের মত ঝলসে উঠেছে। তারা সানিতা শব্দ এখনো আমাদের মনকে আঘাতে আঘাতে জর্জরিত করে।
-
-০০-
Comments
Post a Comment