রানু রায়ের কলমে - ১৯ শে মে


১৯ শে মে অসমের ভাষা আন্দোলনের শহীদদের উদ্দেশ্যে ---
কলমে রানু রায় 
১৯/৫/২০২৪

১৯৬১ সালের ১৯শে মে
প্রান হারালো একাদশ বাঙালী 
' বঙ্গাল খেদাও 'আন্দোলনে
  তারা হলেন বলি।

ভাষার জন্য বলি হলো যারা 
     শিলচর স্টেশনেতে 
ইউনিসেফ সম্মান দিলো
 ' মিষ্টি ভাষা ' সেই বাংলাকে।

ভাষার জন্য পেলো না সম্মান
   অসমের বাঙালিরা,
এগারো জন শহীদ হলো 
    জানলো না বাঙালিরা।

বাঙালি তোমরা মনে রেখো 
বাংলা ভাষার জন্য --
শহীদ হয়েছিলেন এগারো জন 
    মাতৃভাষার জন্য।

অন্য ভাষায় কথা বলে 
    গর্বের কিছু নাই 
মাতৃভাষাকে সম্মান দিলে 
       মান অনেক পাই।

২১ তারিখ বাংলাদেশে
   ' জাতীয় দিবস ' তাই
আমরা বাঙালি হয়েও
   আমাদের কোনো দিবস নাই।

Comments

Popular posts from this blog

কানপুরের জগন্নাথ মন্দির

শ্রীরামপুর - এর ইতিহাস ( ভাগ - ১ )