১২ মে মাতৃ দিবস


।। মা----।। 
***********
।।শিবানী চক্রবর্তী।। 
--------------------
১২/৫/২০২৪
--------------------
আজ মাতৃ দিবস সকলকে জানাই  অভিনন্দন শুভেচ্ছা। 
আমার মা, তোমাকে জানাই আমার শত শত শ্রদ্ধা এবং ভক্তিপূর্ণ নত শত শত প্রণাম। 
খুব ভালো থেকো মা। তোমার আদর মাখা ভালোবাসা দিয়ে স্নেহের অঞ্চলে ঢেকে রেখো। 
আমার সকল মাতৃ সম গুরুজনদের জানাই আমার অনেক শ্রদ্ধা এবং শত  প্রণাম।
----------
।।জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী।। 
----------------------------------------
জন্মের পর ঈশ্বর দিলেন প্রথম ভাষা মা, 
মা শব্দের পাশে কোন শব্দ মানায় না।
মা-------------------------, 
ডাকের পর যে প্রতিধ্বনি হয়, 
ওই ডাকের পর মা ধরিত্রী , কম্পিত হয় ,আমার স্নেহময়ী মা , উথালি পাথালি কেশ। দুটি বাহুডোরে মা আলিঙ্গনে, বাছাকে সুরক্ষিত করার জন্য , ছুটে আসে, সেই তো আমার মা। 
মা শব্দের পাশে কোন শব্দতে, প্রতিধ্বনি হয় না। 
-----------------------------------
অথৈ জলে ভাসমান, 
দৃষ্টিহীন, কর্ণবদ্ধ। 
সুধারস পানে জীবন ধারণ। 
কোন মমতা কুঠিরে সুরক্ষিত। 
তিল তিল করে বেড়ে ওঠা। 
দশ মাস দশ দিনের প্রতীক্ষার হল অবসান। 
যেন কোন গভীর অন্তরালে ছিলাম, 
ভূমিষ্ঠ হলাম, 
, সহস্র সহস্র জ্যোতির আলোক রেখা উদ্ভাসিত। 
জননী , তোমার অমৃত সুধা পান করিয়ে
মাগো তুমি পালন করিলে। 
মা আমার তুমি ইহ পরকাল। 
মাগো তোমার স্নেহধারা মিষ্টি চুম্বনে, আদর মাখা মমতায়, 
আবার ক্ষন পরে দুষ্টামি  পনায়, করেছ বন্ধনের ডোরে আবদ্ধ। 
আবার খেলার ছলে আঁচড় কাটায় আঘাত লাগাতে, 
 মাগো তোমার স্নেহের বিগলিত অশ্রু ধারা  দিয়ে, 
আবার যখন ধুলাই ধূসর আবা থাবা কাদা মাটি মাখা। 
তোমার , স্নেহের আঁচল দিয়ে, 
ধুলাবালি ঝেড়ে আয় বাছা বলে আদরে কোলে নিলে মাগো। 
কত ঝড় ঝাপটা থেকে রেখেছো মা আগলে, 
তোমার অবাধ স্নেহধারায় বড় করেছো। 
তুমি অনন্যা ,তোমার আঁচল ছায়া শান্তির নীড়। 
সর্ব কষ্টের অবশেষ, 
ওই রাঙা আলতা পরা পায়ে আমার স্বর্গ রচিত। 
স্বপ্নে , সুখে দুঃখে, তুমি জড়িয়ে আছো মা। 
সেই তো আমার মা, 
মা শব্দের কোনো বিকল্প হয় না। সব সৃষ্টি সব প্রাণীর মধ্যে যে লুকিয়ে আছো। 
তাই যে এই ধরিত্রী বড্ড চেনা। 
মাগো এমন আশিষ দাও, 
সারা জীবন যেন তোমাকে ছেড়ে না থাকি। 
যেভাবে তুমি যেমন স্নেহের আঁচলে আগলে রেখেছো , 
যত ঝড় ,বাধা, আসুক না কেন, যেন , খারাপ অভিসন্ধি না  আসে। 
সবকিছুতে যেন অটুট থাকি। 
তোমার স্নেহের আঁচল যে দুঃখ সুখের ছায়া। 
এমন কোন জায়গা নেই  যে
তুমি নেই। 
তুমি যে জগৎ কল্যাণী, 
বারবার বলি মাগো তোমার আঁচলে দিয়েছো আশ্রয়, 
শেষ দিন পর্যন্ত  তোমার আচলে ঢেকে রেখ মা। 
সকল সন্তানরা যেন এভাবেই মায়ের স্নেহাঞ্চলের বন্ধনে আবদ্ধ থাকে, 
বৃদ্ধাশ্রম এর হাতছানি , 
 মা ছেলের গণ্ডির আবদ্ধে যেন না আসতে পারে। 
তুমি যে আমার মা। 
-----------------------------------
🙏🙏🙏❤❤❤❤

Comments

Popular posts from this blog

কানপুরের জগন্নাথ মন্দির

শ্রীরামপুর - এর ইতিহাস ( ভাগ - ১ )