মাঘী পূর্ণিমায় তিন ঠাকুর দর্শন করুন

💐💐।।তিন ঠাকুরের মন্দির পরিক্রমণ।💐💐
মাঘী পূর্ণিমার পুণ্য দিনে তিন ঠাকুর দর্শন মাহাত্ম্যপূর্ণ।বহুদিনের ইচ্ছা আজ ভগবৎকৃপায় সম্পূর্ণ হল।এই তিনটি ঠাকুর হলেন-বল্লভপুরের 🌹শ্রীরাধাবল্লভ (বড়ভাই) 🌹🌹খড়দহের শ্রী শ্যামসুন্দর(মেজোভাই) 🌹🌹সাঁইবনার শ্রী নন্দদুলাল(ছোটভাই)🌹।তিন ঠাকুরের প্রতিষ্ঠা বিষয়ে তিনটি স্থানের তিনটি কাহিনী আছে।তবে মূল বিষয় হল এই যে এক বিশেষ কষ্টিপাথর যা কিনা এক বাদশাহের প্রাসাদে ছিল।সেই বিশেষ কষ্টিপাথরকে বীরভদ্র প্রভু দৈবআদেশে উদ্ধার করেন এবং ভাস্করকে শ্যামবিগ্রহের নির্মাণ করতে বলেন।কিন্তু বিগ্রহ কাঙ্খিত মূর্ত্তির মত হল না তখন পুনরায় বিগ্রহ নির্মাণ আরম্ভ হল এবং একই ঘটনা ঘটল।তখন শেষ বারে কাঙ্খিত বিগ্রহ নির্মিত হল।এইভাবে বিগ্রহ নির্মাণ সম্পূর্ণ হলে শ্রীরাধিকাসহ ভগবানকে মাঘীপূর্ণিমার পুন্য লগ্নে তিন স্থানে প্রতিষ্ঠা করা হয়।রাধাবল্লভকে রুদ্ররাম পণ্ডিত, রাধাশ্যামসুন্দরকে বীরভদ্রপ্রভু এবং রাধানন্দদুলালকে লক্ষন পণ্ডিত সেবার্চ্চনার দায়িত্ব নিলেন।সেই থেকেই এই মাঘীপূর্ণিমার মহোৎসবের সূচনা।এই একদিনে তিন ঠাকুরের দর্শনকারী মহাভাগ্যশালী বলা হয়ে থাকে।তাই তো পাঁচ শতাব্দী ধরে অগণিত ভক্তগন এই দিনে তিন ঠাকুরের দর্শনে আসেন।
🌹🌹।।জয় শ্রী শ্রী রাধাবল্লভজীউ।।🌹🌹
🌹🌹।।জয় শ্রী শ্রী শ্যামসুন্দরজীউ।।🌹🌹
🌹🌹।।জয় শ্রী শ্রী নন্দদুলালজীউ।।🌹🌹
ধন্যবাদন্তে বল্লভপুরের শ্রীরাধাবল্লভ মন্দির কতৃপক্ষ ,খড়দহের শ্রীরাধাশ্যামসুন্দর মন্দির কতৃপক্ষ ও সাঁইবনার শ্রীরাধানন্দদুলাল মন্দির কতৃপক্ষকে।।

Comments

Popular posts from this blog

কানপুরের জগন্নাথ মন্দির

শ্রীরামপুর - এর ইতিহাস ( ভাগ - ১ )