শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিনে শ্রদ্ধা নিবেদন
শিরোনাম - শরৎ শ্রদ্ধা নিবেদন
কলমে - স্বপ্না ব্যানার্জী
শরৎ কালের কাশের দোলা এলো
আমাদের কথাশিল্পীর জন্মদিন পালন এলো ,
চলছে মেঘ বৃষ্টির খেলা
দুলছে মন ভালো রাখার ভেলা ,
মনে করায় অন্নদার ব্যথা
মনে করায় রাজলক্ষ্মী, শ্রীকান্তর কথা ,
মনের সাগরে ডুব দিয়ে ছিলে যেমন
আজকেও আছো ঠিক আগের মতন ।
Comments
Post a Comment