জালিয়ানওয়ালাবাগ গণহত্যা
শিরোনাম : জালিয়ানওয়ালাবাগ গণহত্যা
কলমে : নীল মিত্র
১৯১৯ সালের ১৩ই এপ্রিল গণহত্যার ইতিহাস কুখ্যাত,
রচেছিল ইংরেজ অধিনায়ক ডায়ার, ব্রিটিশ ব্রিগেডিয়ার বিখ্যাত ।
পাঞ্জাবের অমৃতসর ছিল সেই সময় অবিভক্ত,
জেনে ছিল সারা বিশ্ব ব্রিটিশ-রা কতোটা নৃশংস।
নিজের আধিপত্যকে জাহির করতে করেছিল গুলির বর্ষণ,
অহিংসা আন্দোলনকারী-দের ওপর হয়ে ছিল নির্যাতন ।
চক্রব্যূহ-তে বন্দি করে দুই সহস্র মানুষকে করেছিল হতাহত যেমন,
জালিয়ানওয়ালাবাগের কুয়োতে ফেলে বহুজনকে মারা হয়েছিল তেমন।
মানুষের রক্তে ভেসে গিয়েছিলো পাঞ্জাবের অমৃতসর,
এই জঘণ্য কাজের নিন্দে ছড়িয়ে ছিল সারা বিশ্বভর।
যদিও তার দেশে প্রসংশিত হয়েছিল ব্রিগেডিয়ার ডায়ার,
কিন্তু এখান থেকেই সূত্রপাত হয়েছিল ব্রিটিশ শাসনের পতনের অভিসার।
এই হত্যাকান্ডের প্রতিবাদে ছড়িয়ে ছিল ঘৃণা আর ক্ষোভ,
"নাইটহুড" উপাধি করেছিলেন ত্যাগ রবীন্দ্রনাথ স্বয়ং।
হাকিম আজমল খান "কাইসর-ই-হিন্দ" ফেরত দেন, এবং
কংগ্রেস নেতা এন্ডুজ একে "কসাইখানার গণহত্যা" নাম দেন।
আমরা আপামোর ভারতবাসী ভুলি নাই সেই কালো দিন,
শহীদ হয়ে ছিলেন যারা সেদিন মনে রাখব তাঁদের ঋণ।।
Comments
Post a Comment