15 August 2023



ফুলের সভা

বৌ কথা কও ডাক দিল ওই স্বর্ণ চাপার ফাঁকে
মিষ্টি হেসে সর্বজয়া সূর্যের রঙ মাখে।
ভোর হল সই ডাক দিয়ে ওই ফুলের বন যে জাগে
ফুল ফোটানোর ধুম পরেছে দিকেদিকে ফুলবাগে।
হাস্নুহানা বললো ডেকে মনের কথা কই
অপরাজিতা মাধবীলতা তাই পাতালো সই।
ভোরের জবা বলছে ভাই মায়ের পায়েই আমার ঠাঁই
গাঁদা টগর দল বেধে জবার সাথে যায় সেধে।
কেতকী কামিনী এক কোণে ভোরের পাখির গান শোনে
ঝরা শেফালীর মুখটি ভার শিব দিল পায়ে ঠাঁই যে তার।কেয়ার গন্ধে মাতাল ভোর দোলনচাঁপা করছে সোর।
জুঁই বেলি সেই দুই সখি সাজল কেমন আয় দেখি।গ্লাইডুলাস আরগোলাপ মিলে রঙেরঙে দিক ভরিয়ে দিলে।
ফুলের বনে পুলক জাগে রজনীগন্ধা শীর্ষভাগে।
বকুল কদম চুপ করে সিন্গ্ধ গন্ধে মন ভরে।
হাঁক দিল ওই গন্ধরাজ আজ ফুলেদের অনেক কাজ।
কৃষ্ণচূড়ার লাল আগুন পলাশে শিমুলে এল ফাগুন।সন্ধ্যামালতি এক কোণে গোধূলি আলোর ক্ষণ গোনে।

সূর্যমুখী পদ্ম কয় ওই ডোবে রবি আজ আর নয়
আজকের মতো শেষ সভা নমস্কারে ঝুমকো জবা।।

মিতালী মুখার্জী
খড়দহ/ রহড়া
৯৯০৩৫৯৫৫৯০

Comments

Popular posts from this blog

কানপুরের জগন্নাথ মন্দির

শ্রীরামপুর - এর ইতিহাস ( ভাগ - ১ )