15 August 2022
স্বাধীনতার গান/ অঞ্জনা গোড়িয়া সাউ
আমরা স্বাধীন, স্বাধীন আমার দেশ,
দুশো বছরের যন্ত্রণা, হয়েছে আজ শেষ।
তবু কি ভুলতে পারি বিদেশীদের শোষণ?
রেহাই ছিল না নারী পুরুষ বৃদ্ধ গুরুজন।
কত শহীদের রক্তে রাঙিয়ে এসেছে স্বাধীনতা,
হারিয়েছি কত তরতাজা প্রাণ বিপ্লবী বীর ভ্রাতা।
নেতাজি সুভাষ, মাস্টারদা, দামাল ক্ষুদিরাম
ভুলতে কি পারি বাঘাযতীন, তিতুমীরের নাম?
ভুলবো না বীর বি-বা-দি বৃদ্ধা মাতঙ্গিনী।
ইতিহাসের পাতায় লেখা বীরত্বের কাহিনি।
যদিও আমরা স্বাধীন,তবুএখনো পরাধীন।
ধনীশ্রেণীর অত্যাচার বাড়ছে দিন দিন।
যেদিন সবাই কর্ম পাবে, অন্ন বস্ত্র বাসস্থান
শিশুশ্রম বন্ধ হবে,নারী পাবে সম্মান।
সেদিন গাইবো সত্যিকারের স্বাধীনতার গান।
শিক্ষা দীক্ষায়, কর্মে বাড়বে ভারতমাতার সম্মান।
Comments
Post a Comment