15 August 2022
এ লজ্জা ক্ষমতাধীনের
আমাদের এই ভারতবর্ষ
যে দেশে সব ধর্মের মানুষ বসবাস করেন ,
এখানে গর্ব এখানে কলা কুশলী
পবিত্র এই ভূমি ,
ব্রিটিশ এসে চাবুক লাঠি গুলি চালিয়ে হত্যালীলা করে গেছে দিয়ে বছর ,
কত অত্যাচার সহ্য করেছে স্বাধীনতা আন্দোলনকারীরা ,
শহীদ হয়ে দেশকে স্বাধীন করতে হয়েছিলেন তারা সক্ষম ,
কিন্তু নোংরা রাজনীতির কবলে পড়ে ভারত আজ ,
মহাভারতের কুরুক্ষেত্রের রণভূমিতে পরিণত হয়েছে ,
ক্রমশ খুন জালিয়াতি লুঠ ধর্ষণ জঙ্গিদের দ্বারা আক্রমণ নানা দুর্নীতিতে ভরে গেছে দেশ ,
আমার কাছে আজও ভারতের পতাকা সবুজ সাদা গেরুয়া রঙের নয় ,
শহীদের রক্তে রাঙানো লাল রুমাল ॥
- দিতিপ্রিয়া
Comments
Post a Comment