15 August 2022



শিরোনাম-ফিরে এসো বীর সৈনিক
কলমে--সুপ্তি ভট্টাচার্য
           ******
মাঠ কাঁপিয়ে, ধুলো উড়িয়ে,ঘাম ঝরিয়ে,হেসে হাসিয়ে-তবুও তোদের শেষ হতোনা খেলা--সকাল সন্ধ্যাবেলা ।
সন্ধ্যা প্রদীপ হয়ে যেত জ্বালা,
ঝোপে-ঝাড়ে শুধু জোনাকির মেলা
    তবুও তোদের শেষ হতোনা খেলা ।
     ওরে সবুজ,ওরে তরুণ দল ,
দুষ্টু মিষ্টি বেঁচে থাকা ভুললি কেন বল !   
        কে তোদের শেখাল কিসের মন্ত্র , তৈরী হলি কঠিন যন্ত্র ,,
   ছোটালি ঘোড়া হাতে তলোয়ার--
পিছন  ফিরে চাইলি না ত আর ।।
গুরু গুরু রবে গরজিলি তোরা ,
দেশকে স্বাধীন করব আমরা ,,
নিঃশঙ্কচিত্তে, বিনা ভাবনায় হাসি মুখে প্রাণ -- দেব বলিদান দেশ -
   মাতৃকার পায় ।
সন্ধ্যা প্রদীপ হয়ে গেছে জ্বালা ---
   শেষ যে হয়নি তোদের খেলা ।।
গর্ভধারিনী থাকে অপেক্ষায়-
     তোদের ফেরার আশায় ,,
দেশকে স্বাধীন করেছ তোমরা--
ওগো মহান,  গলায় পড়েছ ফাঁসির দড়ি ,,
  আজ তোমাদের শ্রদ্ধা জানাতে দেশ করে হুড়োহুড়ি ।।
রাস্তা হয়েছে তোমাদের নামে --
          বেদী হল কতশত ,,
বছরে একদিন মালা পড়িয়ে 
    আমরা যে হই নত ।।
পাঠ্যপুস্তকে ছাপা হয়েছে তোমাদের বীরগাঁথা ,
ভয়ে ভাবনায় পড়ুয়ারা তাই মনে রাখে তব কথা ।।
খেলা অবসানে ক্লান্ত তোমরা--
    রক্তাক্ত দেহে মনে,
এবার ফেরো জননী বক্ষে-শান্ত স্নিগ্ধ গৃহে ।।
দ্যাখো দুচোখ ভরে মানুষের অবক্ষয় ,
  দ্যাখো স্বাধীনতার অপচয় ।।
ওগো তরুণ দল,উঠে দাঁড়াও আর একবার ,
এই তুলে নাও খোলা তলোয়ার,,
ভন্ড দেশ প্রেমিকদের ঘোচাও অহংকার ,
   দাও সকলের বাঁচার অধিকার ।।
                   -------


Comments

Popular posts from this blog

কানপুরের জগন্নাথ মন্দির

শ্রীরামপুর - এর ইতিহাস ( ভাগ - ১ )