15 August 2022



*মেকি স্বাধীনতা*
**রঞ্জিত দাস*

স্বাধীনতা তুমি বড়ো নির্দয়,
আমরা যে উপেক্ষিত, তুমি বুঝতে পারোনা ?
শৃঙ্খলের বাঁধন হতে মুক্ত হয়েও
আজও আমরা আবার শৃঙ্খলিত, তুমি কি বুঝতে পারোনা ?
তুমি কবে বুঝবে আমাদের এই অসহায়তা ?
সেই সুদূর অতীতে ৭৫ বছর আগে
খুশির উন্মাদনায় আমাদের ভাসিয়েছিলে।
আহ্লাদে উল্লসিত হয়ে একে অপরকে জড়িয়ে  মধুময় আলিঙ্গন, 
আনন্দের জোয়ারে প্রত্যেকে আমরা ভেসেছিলাম...
সেই উন্মাদনা ছিল ক্ষণিকের।
আজ আমরা যে পুনরায় শৃঙ্খলিত, তুমি বুঝতে পারোনা ?
আজ আমরা বড়ো দুর্বল, মেরুদণ্ডহীন ফসিল মাত্র,
আজ আমরা স্বার্থের কাছে বিক্রি হয়ে গেছি।
আজ আমরা লোভ লালসাকে প্রাধান্য দিয়ে পাপের সঙ্গে সহবাস করছি।
স্বাধীনতা এখন একটা পন্য,
যে যত বেশী অর্থ দেবে সে তত বেশী স্বাধীনতা পাবে।
অর্থই এখন স্বাধীনতাকে গ্রাস করে নিয়েছে।
তাই স্বাধীনতা এখন নিজেই শিকলে বাঁধা পড়েছে।
দেশের সর্বত্রই আজ পরাধীনতার বাস,
নিজস্বতাকে সকলের সামনে আনতে পারি না।
শুধু লোক দেখানো স্বাধীনতা দিবস পালন করি।

নাটক আর ভড়ং এ করি স্বদেশী প্রেমের গান,
লোক মাঝারে "বন্দেমাতরম্"--
বাঁচুক আপন প্রাণ।
সাজানো আনন্দ মেকি ভালোবাসায় আছে কি কোন সততা?
পতাকা উড়িয়ে পকেট ভরিয়ে আজকে লুটছি স্বাধীনতা--স্বাধীনতা।।।




Comments

Popular posts from this blog

কানপুরের জগন্নাথ মন্দির

শ্রীরামপুর - এর ইতিহাস ( ভাগ - ১ )