15 August 2022
পঁচাত্তরের স্বাধীনতা খুঁজে
&&&&&&&&&&&&&&&&&&&&
অমর কুমার দাস,কাকদ্বীপ
&&&&&&&&&&&&&&&&&&&&
বর্তমানের রঙবেরঙের
লুকোচুরির খেলায়
দিনদুনিয়া ভাঙছে
ভেঙে ফেলছে
আগ্রাসন মেলায়
তোমার আমার মনফাগুনে
তীব্র হাহুতাশ
বয়স বাড়ছে
হতাশ হচ্ছে
পড়ছে দীর্ঘশ্বাস
তিন পুরুষের বিজয় রথে
দূর্বল হচ্ছে প্রেম
ভবিষ্যতের রাত দুপুরে
আকালে বাড়ছে শোক
স্বাধীনতার পঁচাত্তরে
ঋদ্ধি অপেক্ষায়
ঘরে ঘরে শান্তির চাবি
এখনো হারিয়ে যায়
বীর শহীদদের আত্মাহূতি
এখনো চায়
বীর সমুদ্রের মুক্তো আবিষ্কার
Comments
Post a Comment