15 August 2022
৭৩.
শিরোনাম - বন্দেমাতরম্
কলমে - সুচন্দ্রিতা ঘোষাল চক্রবর্তী
তারিখ - ০৫.০৮.২২
চন্দননগর, হুগলি
মোবাইল - ৮১০০৬৭৬৫৪৫
সেদিন রাতে হঠাৎ বেজে উঠেছিল শাঁখ।
মা, ঠাকুমার চোখ থেকে গড়িয়ে পড়েছিল জল।
কিছু না বুঝে তাদের দেখে ,আমি ও কেঁদে ফেলেছিলাম।
নীরব চোখের অশ্রু, এখন বুঝি সেদিন জমা জলের দাম।
সকাল হতেই, মাইক বাঁধা হচ্ছে রাস্তার মোড়ে মোড়ে।
সাথে সাথে বেজে উঠেছিল, কত স্বাধীনতার গান।
প্রাণে ভরা শ্বাস, জমা দুঃখের বহিঃপ্রকাশে , সে কী আনন্দ!
বুকের ভেতর মুক্তির সাঁকো গড়েছে, ভেঙেছে বারংবার।
অন্ধকারে, ক্ষুদে চোখে দেখেছিলাম।
নালায় পড়ে থাকতে রক্তাক্ত দেহ।
চাপ চাপ রক্ত,আর বুলেটের আওয়াজে,
দিনদুপুরে রাতের মতো গভীর নিস্তব্ধতা।
জ্যোৎস্নামাখা ঊর্ণাজালের মতো স্মৃতি, শুধুই স্মরণ।
হু- হু করে হৃদয় জুড়ে শুধুই মায়ের গান।
রাস্তাজোড়া মিছিলে, সেদিন ছিলাম আমি।
মুখে ফুঁটে ছিল পরাধীনতার ক্লান্তি।
তবুও ঠোঁট জানান দিয়েছিল, একগাল হাসি।
বাদ্যরবে রাস্তা, হয়ে উঠেছিল মুখরিত।
মুক্ত বিহঙ্গেরা, পেয়েছিল আকাশে ওড়ার চাবি।
মায়ের জন্য , বলিদানে প্রতিটি ড্রাম বেজেছিল একতালে।
মুখে সবার একটাই কথা
বন্দেমাতরম্, বন্দেমাতরম্, বন্দেমাতরম্।
Comments
Post a Comment