15 August 2022
।। অধীনতা ।।
শিব শঙ্কর বকসী
আবার আসছে স্বাধীনতা দিবস,/
পতাকা উরিয়ে, ফুল মালায় বেদী সাজিয়ে,/
কচিকাচাদের হাতে খাবার ভরিয়ে,/
হাসপাতালে রুগীদের হাতে ফল মিষ্টি দিয়ে,/
আমরা স্বাধীনতা দিবস উদযাপনে,সমবেত ব্রতী হবো।/
স্বাধীন দেশের নাগরিক সবাই,/
স্বাধীনতা আমাদের মজ্জাগত,/
প্রশ্ন করি নিজেকে, আমরা স্বাধীন তো!/
স্বাধীনতার অর্থ আমরা বুঝি তো!/
তবে কেন নারীরা বারবার হয় লাঞ্ছিত,ধর্ষিত,! /
সবল কেন দুর্বলের সব কেড়ে নিতে চায়!/
সবক্ষেত্রে নৈরাজ্য কেন বারবার কেন হচ্ছে! /
তবে আমরা কি পেলাম! /
মন খুলে কথা বলার অধিকার নেই,/
ন্যায্য বিচার থেকে বঞ্চিত,/রক্ষকই আজ ভক্ষকের ভূমিকায়,/
উচ্চবিত্ত ছুটছে আরও উচ্চতার শিখরে,/
গরীব আজো দারিদ্র সীমার নীচে।/ অপমান,প্রতিহিংসা,অত্যাচারে জর্জরিত আমরা।/
সুখ বা শান্তি কোথায়, সে তো নাছোঁয়া পাখী,/
এই নিয়েই আছি আমরা,/ স্বাধীনতা উৎসব পালন করি।/
তবে সুদিন কি সবার জন্য নয়!/
তবে সুস্বাস্থ কি সবার জন্য নয়!/
তবে সুখনিদ্রা কি সবার জন্য নয়!/
তবে সুন্দরভাবে বাঁচা কি সবার জন্য নয়!/
তবে সুশাষন কি সবার জন্য নয়!/
এই নিয়েই আছি আমরা,/ স্বাধীনতা উৎসব পালন করি।/
/ এই চিহ্ন মানে কবিতার লাইন শেষ।
শিব শঙ্কর বকসী, ৩৭,নেতাজী কলোনী, বরানগর, কলকাতা-৭০০০৯০। মোঃ-৯৮৩১১১৭৭১৯।
Comments
Post a Comment