15 August 2022



#পরাক্রমী_বীর_নেতাজী
#সংযুক্তা দাস

হে নেতাজী !
বীর বিক্রমী সন্তান তুমি, মাতৃভূমির গর্ব,
তোমাকে পেয়ে ধরা মোদের হয়ে গেছে ধন্য।
ইচ্ছা শক্তির প্রতিমূর্তি তুমি,
সদা সর্বদা নির্ভীক,
স্বাধীনতার স্বপ্ন দেখালে তুমি,
বিপ্লবের আগুন জ্বালালে চারিদিক।
অন্যায়ের সাথে আপোষ নয়, করতে শেখালে প্রতিবাদ।
বুঝিয়ে দিলে হাত পেতে নয়, ছিনিয়ে নিতে হয় অধিকার।
উৎসাহ দিলে তুমি, সাহস যোগালে তুমি,
প্রতিকূলতা পেরিয়ে এগিয়ে যাওয়ার প্রেরণাও সঞ্চারিলে তুমি।

তোমার ব্যাক্তিত্ব, তোমার নেতৃত্ব্য, তোমার দীপ্তমান বাণী !
সুপ্ত ভারতীয়কে জাগিয়ে তুলতে তুমি, নিলে ভূমিকা অগ্রনী।
তোমার অসীম সাহসে, তুমি হলে স্বতন্ত্র!
তোমার সুগঠিত পরিকল্পনায় তুমি হলে অনন্য।
দমতে শেখোনি, হটতে শেখোনি, শেখোনি মানতে পরাজয়,
তাইতো তোমার অনুগামীরা দেখেছে স্বপ্ন বিজয়ের।
পরিকল্পনা যখন তুঙ্গে তখন তোমার আকস্মিক মৃত্যু!
থামিয়ে দিল, আটকে দিল বদলে যাওয়া ঋতু!
কিন্তু, তুমি তো শেখাওনি গতিহীন হতে, তাইতো -
তোমার রহস্য মৃত্যু তে ছত্রভঙ্গ দল ও আবার ঘুরে দাঁড়াল তোমার ই আদর্শ নিয়ে,
দীর্ঘ দাসত্বের ঘটল অবসান, 
কঠিন আত্ম ত্যাগ হল সফল ।
কলঙ্ক‌ ঘুচল পরাধীনতার আর আত্মাহূতি গেল না বিফল।
আফশোস রয়ে গেল -
পেলেনা দেখতে তুমি, স্বাধীন ভারতের সূর্যকিরণ!
পেলেনা আস্বাদ তুমি, সেই স্বাধীন বায়ুর ,
যে বায়ু প্রাণ ভরে নিল আপামোর জনগন।

আজ , দেশ হয়েছে স্বাধীন তবু যেন নৈতিক ভাবে পরাধীন রয়ে গেছি আমরা,
থাকতে যদি আজ ও তুমি হতাম না এমন লক্ষ্যবিহীন মোরা।
আজ ও মনে হয়, ফিরবে তুমি নিশ্চয়,
চেতনা জাগ্রত করবে আবার,
অন্যায়ের বিরুদ্ধে আমরা হয়ে উঠব ফের সোচ্চার।
দিশারী হবে তুমি আর অনুগামী হয়ে চলবে মনন।
কলুষমুক্ত হবে সমাজ আর জন্মভূমি হবে নির্মল কানন।

 আজ তোমার জন্মদিনে স্মরি তোমায় হে পরাক্রমী!
সর্ব কালের, সর্ব শ্রেষ্ঠ আমাদের প্রিয় 'নেতাজী' তুমি।।

#একান্তে_সংযুক্তা


Comments

Popular posts from this blog

কানপুরের জগন্নাথ মন্দির

শ্রীরামপুর - এর ইতিহাস ( ভাগ - ১ )