15 August 2022



চোখ খুলে দাও
       ধনঞ্জয় সিংহ

সার্থক জন্মভূমি ভারতবর্ষ আমার দেশ
গান্ধীজী নেতাজী স্বামীজী বিদ্যাসাগর 
রবীন্দ্রনাথ নজরুল সুকান্ত জন্মেছে
এই দেশে,সকলেই প্রাতঃস্মরণীয় মহামানব
#
 আজ স্বাধীনতার ৭৫ বর্ষে ও
শিক্ষিতরা চাকুরীর জন্য পাশ করে
লাইনে দাঁডি়যে়.. রাজনীতির ঊর্দ্ধে
মূল্যআয়ন হয় না কেন
সচেতন প্রবৃত্তিগুলো...!
#
 জানি,আদর্শের মন্দির ভেঙে সব
চুরমার ! শুধু চেযা়র আঁকড়ে
বসে থাকা !  সময়কে বিশ্বাস
করেই সতর্ক থাকা... চেযা়রের
অমর্যাদা হলে স্হান হবে আস্তাকুড়ে!
#
অন্যদিকে ভারতবর্ষের মানচিত্র
ছিঁড়ে খুবলে খেতে যারা মাথা
ঘামাচ্ছে,তাদেরকে দেশপ্রেম
শেখাও প্রভাত পাখির কলতানে-
চোখ খুলে দাও..
       .......     .....   .....

ধনঞ্জয় সিংহ,আনন্দভবন,
তেলিপাডা়,চাতরা,হুগলী ৷
ফোন-৯৬৭৪২৮৭৯৪৩
          *****    *****

Comments

Popular posts from this blog

কানপুরের জগন্নাথ মন্দির

শ্রীরামপুর - এর ইতিহাস ( ভাগ - ১ )