15 August 2022
পঁচাত্তরের স্বাধীনতা
কলমে - শতাব্দী মজুমদার সাহু
বহু আকাঙ্খিত স্বাধীনতা
তুমি আজ পঁচাত্তর বছর পূর্ণ করলে।
রক্তবিন্দু দিয়ে যারা শপথ করেছিল,
এদেশের বুকে তোমাকে আনবে বলে,
তারা পেরেছিল সংগ্রামকে হাতিয়ার করে
অনাস্বাদিত স্বাধীনতাকে আনতে।
কিন্তু এ কেমন স্বাধীনতা আমরা পেলাম ?
ঝঞ্ঝাক্ষুব্ধ উত্তাল গোটা মাতৃভূমি
লক্ষ ভ্রষ্ট দিশেহারা যুব সমাজ
মূল্যবোধ আজ মূল্যহীন
তোষামদ আর স্বজনপোষন আজ মূল্যবান।
নারী তার সম্মান রক্ষায় মরিয়া,
সুশিক্ষার আলো থেকে বঞ্চিত ঐ শিশুরা,
পঙ্গু ওরা ক্ষুধার আঘাতে -
লজ্জা নিবারনের বস্ত্র নেই,
কুসংস্কারচ্ছন্ন অন্ধ ধর্মবিশ্বাসের নাগপাশে
আবদ্ধ আমাদের জন্মভূমি।
বাক্ স্বাধীনতা তুমি আজও এলে না।
আজ বিজয়কেতন ওড়াবে নিঃস্ব গণতন্ত্র।
হে স্বাধীনতা
তোমাকে আমরা অর্জন করবোই
নতুন আঙ্গিকে মুক্তচিন্তায় মুক্তাঙ্গনে
পূর্ণাঙ্গ রূপে।।
কপি রাইট @ শতাব্দী মজুমদার সাহু
ঠিকানা - গুরুপল্লী, শান্তিনিকেতন,বীরভূম
P.No . - 8945956879
Mail - satabdimazumder3@gmail.com
Comments
Post a Comment