15 August 2022



কবিতা -তুমি কার
লেখা- জয়া ঘটক
ঠিকানা-খড়দহ

কে তুমি স্বাধীনতা?
  কোথায় তোমার  ধাম
তোমায় পাবার জন‍্য যারা
  দিয়েছিল তাজাপ্রাণ।
রক্ত বন‍্যা বয়েছিল
  বয়েছিল অশ্রু সিন্ধু
তবুও  আমরা রাখতে পারিনি
 তোমার  সন্মান একবিন্দু।
বিপ্লবীদের গল্প গাঁথায়
  পাই যে তোমার  পরশ
তোমার জন‍্য তাাঁদের চিত্তে
  থাকত শুধুই হরস,
অস্ত্রাগারের ঘটনা আজোও
 শিহরিত হই আমরা
ভুলি কি করে ছোট্ট  ছেলের 
  ফাঁসির দরিতে গিয়েছিল প্রাণভোমরা!
ভাবি বসে তাই কোথায়  গেল
 বিবেকের ছুরিকাঘাত 
জলাঞ্জলি দিয়েছি কি সবই
  ফেরেনি চেতনা আজ।
যখন দেখি লোভের বসে
 হারাচ্ছে মায়ের লজ্জা
কিসে মুখ ঢাকি ভেবে নাহি পাই
  কলমখানি রেখেছি তাই
ছুরিকাঘাত করব ওদের মজ্জায়।


Comments

Popular posts from this blog

কানপুরের জগন্নাথ মন্দির

শ্রীরামপুর - এর ইতিহাস ( ভাগ - ১ )