15 August 2022
কবিতা -প্রতিবাদী আগস্ট।
কলমে বিদিশা ঘোষ
সাঁতরাগাছি। হাওড়া।
আগস্ট মানে স্বদেশ প্রেম
স্বাধীনতার আলো
আগস্ট মানে অঙ্গীকার
দেশের দশের ভালো।।
আগস্ট মানে ধ্বনিত হয়
জয়হিন্দ বন্দেমাতরম,
আগস্ট মানে নুতন ভোরে
নতুন উদ্যম।।
আগস্ট মানে বীর সুভাষ
স্বদেশ প্রেমের গান
আগস্ট মানে রবি -কাজীর
প্রতিবাদী বাণ।।
আগস্ট মানে ক্ষুদিরাম
শহীদ মাতঙ্গীনি
আগস্ট মানে বলিদান
সুচেতা -সরোজিনী।।
আগস্ট মানে জাতীয়তাবাদ
"অসহযোগ"আন্দোলন
আগস্ট মানে মহাত্মাজীর
"ভারত ছাড়" পণ।।
আগস্ট মানে কুচকাওয়াজ
পতাকা উত্তোলন
আগস্ট মানে অহি়ংসা
এক সুত্রে সহস্র মন।।
আগস্ট মানে প্রতিবাদ
জীবন সংগ্রাম
আগস্ট মানে স্বাধীনতা
আনন্দিত প্রাণ।।
Comments
Post a Comment