15 August 2022



স্বাধীনতা 
ঝর্ণা ঘোষ 

স্বাধীনতা তুমি কাদের কাছে স্বাধীন হয়ে আছো!
যারা নীরবে সমস্ত সহ্য ক্ষমতার বাইরে গিয়েও হাসিমুখে থাকে 
তাদের কি তুমি!
বিড়ালটি খাওয়ার জন্য মিউ মিউ করে আমার কাছে আসে তার কি তুমি!
ভিক্ষুকটি প্রতি সপ্তাহে আসে হাসিমুখে ভিক্ষে চায় ,এটা কি তুমি!
ট্রেনে হিজড়া উঠে মাথায় হাত দিয়ে সাহায্য চায় সেখানেও কি আছো!
ফুটপাত দিয়ে হাঁটার সময় গায়ে জামা নেই বাচ্চা ছেলেটা খাবার চায় সেটাও কি তুমি!
যারা সমকামী তাদের দেখে হাসাহাসি করে অনেকে। সেখানেও কি আছো!
সৈনিকরা দেশের জন্য প্রাণ বলিদান দিচ্ছে ।দুদিন পরে সবাই ভুলে যাচ্ছে। এটাও কি তুমি!

তুমি ছিলে  তুমি আছো  তুমি থাকবে আমাদের আত্মার সত্ত্বায়।।


Comments

Popular posts from this blog

কানপুরের জগন্নাথ মন্দির

শ্রীরামপুর - এর ইতিহাস ( ভাগ - ১ )