15 August 2022



"১৫ই আগস্ট বীরপুরুষের"
ভরত মণ্ডল
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আমার ভারত বর্ষতে ,
কিছু বীর শক্তি জন্মেছিল—
যা প্রমাণ করেছিল ১৫ আগস্টতে ৷
সেই স্বাধীন পাওয়ার ভালোবাসা ,
ফুলের কুঁড়ির মত ফুটে ওঠে—
এখনো প্রত্যেকের হৃদয় মাঝে করে আছে বাসা ৷
যার হৃদয় মাঝে ভালোবাসা ফুটে উঠেনি ,
ভেবে নিয়েছে সে জনগণের মাঝে বড় হয়েছে—
কিন্তু মাতৃভূমিতে সে জন্ম নেয়নি ৷
তাইতো সে সৎ মাতৃভূমিতে পা রেখেছে ,
যে পবিত্র বস্ত্র জাতীয় পতাকা—
ভারতবর্ষকে স্বাধীন এনে দিয়েছে ৷
তাই আমি বীর পুরুষের কাছে কামনা করি ,
ওগো আমার স্বাধীন এনে দেওয়া বীরপুরুষ—
এই ভারতবর্ষের মাটিতে মিশে যাওয়ার পরেই ,
আপনার মত শক্তি বল—
প্রতেকের হৃদয় মাঝে লুকিয়ে আছে—
আপনি তাদেরকে জাগিয়ে তুলুন ,
আর ভারতবর্ষকে পুনরায় শ্রেষ্ঠ শক্তিশালী করুন !
যেন ১৫ আগস্ট দিনটিকে মনে থাকে ,
আর ভারতবর্ষকে সম্মান দিয়ে রাখে ৷
১৫ ই আগস্ট দিনটি মৃত্যু পর্যন্ত—
হৃদয় মাঝে রেখে ভালোবেসে যাবো ,
প্রয়োজন আমি মাতৃভূমির জন্য—
আপনার মত মাটিতে মিশে যাবো ৷
কিন্তু এই পবিত্র ভূমিতে কলঙ্কের দাগ—
আমি কখনোই না—লাগতে দেবো !



Comments

Popular posts from this blog

কানপুরের জগন্নাথ মন্দির

শ্রীরামপুর - এর ইতিহাস ( ভাগ - ১ )