15 August 2022
'স্বাধীনতার সাধ '
সোনালী মণ্ডল
ইতিহাস ঘেঁটে দেখছি বসে বইয়ের পাতায় লেখা,
বিদেশী দের দেশ শাসনে দুর্বিসহ ভারতীয়রা।
কতো মায়ের কোল হারিয়েছে জন্ম ভূমির জন্য,
পথের ধুলো লাল হয়েছে,দুর্ভিক্ষে খুঁজেছে অন্ন।
ক্লান্ত পায়ে হার মানেনি প্রতিবাদের ভাষায় ছন্দ,
লড়াই শেষে জয়ী হয়ে পেল স্বাধীনতার আনন্দ।
স্বাধীনতার দিবস পালন পার করেছে কয়েক দশক,
তার স্মৃতিতে মেতে ওঠা শিল্পীর সৃষ্টিতে দর্শক।
বর্তমানের জীবন দর্শনে মনে লাগে ভীষণ খটকা,
দেশটা যেন আমার নয়,পালা বদলে শাসকের ছক্কা।
জন দরদী বহুরূপীরা বিদেশীদের থেকে আলাদা,
থাকছে দেশে খাচ্ছে পাতে নর মাংস কষা।
উপরে তারা গিরগিটির রূপ,ভিতরে বন্য পশু,
মানুষ নাকি ভিন্ন গ্রহের?কিছুতে হয়না কাবু।
পেটে তাদের সাগর সমান গভীর উদর থাকে,
যতই খায় ততই যেন অভুক্ত ভাবে নির্বোধ লোকে।
স্বাধীন দেশের পথে থাকে সাজানো বইয়ের সারি,
নৈরাজ্যে ভরা সর্বত্র জানি,
অশ্লীল জ্ঞানে নারী।
মূর্খরা করে দেশ শাসন,
বুলি জ্ঞানের ভাষণ,
একটি প্রজন্মকে ধ্বংসের চক্রান্তে শিক্ষা ব্যবস্থা গঠন।
সবুজে ভরা দেশের মাটি মুক্ত বায়ুর খোঁজে,
ঘরে ঘরে নিরীহ মানব প্রকৃত খলতা বোঝে।
পরাধীনতার ষড়যন্ত্র চাইনা স্বাধীনতার অর্থে,
ফিরে কবে আসবে আবার মনুষ্যত্বের বিবেক কর্মে??
চাকদহ,নদীয়া।
09/08/2022
Comments
Post a Comment