15 August 2022



শিরোনাম -প্রজার জন্যই প্রজাতন্ত্র ?
কলমে -নূপুর কোলে
 

প্রজার জন্যই প্রজাতন্ত্র, রাজার চেষ্টার নেই ত্রুটি!
সামনে রেখে ফুলেল মোড়ক, ভিতরে সাজুক অন্য ঘুঁটি।

রাজনীতিতে সফল তো সে,যে জানে যত ভালো অভিনয়
রং বদলানোর বহর দেখে গিরগিটিও মুখ লুকোয়।

আমরা যারা নিরেট মূর্খ সাধারণের ভিড়ে মানিয়ে চলি
রং বাহারি মুখোশ দেখে অভ্যাসে দিই হাততালি।

পেটের দায়ে ঘর ছেড়েছি,পায়ের রক্তে ভাসছে দেশ
ট্রেনের চাকায় গুঁড়িয়ে হোক পরিযায়ীর স্বপ্ন শেষ!!

শ্রমের বহর বাড়ুক যতই,আট থেকে হোক দশ ঘন্টা
মজুরি যাক আরও কমে কোনওক্রমে চলে দিনটা।

আমার শিশু আধপেটা খাক, টানাটানি হোক যমে-মানুষে
স্কুলে সে যাক না যাক,কারও কি তাতে যায় আসে?

আমার পেট আমারই দায়,রাষ্ট্র তবু প্রজাতন্ত্র
ঢক্কা নিনাদ জোড়সে  বাজাও,চাপা পড়ুক শ্বাসযন্ত্র।

আমার ক্ষেতের শস্য বেচে তোমার গোলা ভরে মুনাফায়
আমরা হাঁটি মিছিলে মিছিলে সেই ফসলের সুরক্ষায়।

সুখে দুঃখে দিন কেটে যায় অভাব যাদের নিত্যসঙ্গী
পান্তা খেতে নুন জোটে না তার খবর রেখেছো কি?

যে ফসল নিয়ে আইন বানাও,বাড়াও লোভের কালো হাত
দেখেছো কি চেয়ে,মিশে আছে তাতে,ঘাম-রক্ত-উৎকণ্ঠার বিনিদ্র রাত?

গণতন্ত্র, প্রজাতন্ত্র ওসব থাক সংবিধানে
জোর যার মুলুক তার এই তত্বই সবখানে।

তবু,সব তত্ব মেনেও বলি-আমার দেশ, আমার মান
শত্রুর সামনে বুক চিতিয়ে দিই কারণ মেরা দেশ মহান।।


Comments

Popular posts from this blog

কানপুরের জগন্নাথ মন্দির

শ্রীরামপুর - এর ইতিহাস ( ভাগ - ১ )