15 August 2022



.           *তিরঙ্গা*
              *অনা*

এদেশের শিয়রে হিমালয় মুকুট
হৃদয়ে বইছে গঙ্গা,
শস্য শ্যমলা, সুজলা, সুফলা
ঘরে ঘরে তিরঙ্গা ।

যুগে যুগে এদেশ শোষিত হয়েছে
ইতিহাস তাই বলে,
আজ বীর যোদ্ধায় উঠেছে জেগে
বিশ্ব সমীহ করে চলে ।

আজ বিশ্ব মাঝে স্বর্গ ভারত
গণতন্ত্রের এক সংজ্ঞা,
অসীম শক্তি এদেশের প্রাণে
হাতে হাতে তিরঙ্গা ।

যে দেশের প্রাণে *জনগণ* আছে
আছে *বন্দে মাতরম্*
সেদেশের প্রাণে, জাগে অকুতোভয়
বিশ্বে নব আলোড়ন।

তিরঙ্গা আজ দিয়েছে জোস
শক্তি, বিবেক, মানবতা,
জয় হে, জয় হে, জয় হে
জয় জয় জয় স্বাধীনতা।
*****     *****     *****

Comments

Popular posts from this blog

কানপুরের জগন্নাথ মন্দির

শ্রীরামপুর - এর ইতিহাস ( ভাগ - ১ )