15 August 2022
*স্বাধীনতা তুমি কার?*
*অভিজিৎ বেরা*
স্বাধীনতা তুমি কার? কাদের রক্তে রঞ্জিত হয়ে এসেছিলে মনে পড়ে?
ভুলেছো কি তাদের---
এ প্রশ্নের জবাব পাব কি আর?
কত বিপ্লবীর প্রানের বিনিময়ে
এসেছিল যে স্বাধীনতা
তবুও কেন মনে হয় বারংবার
আমাদের গ্ৰাস করেছে পরাধীনতা!
অন্নে-বস্ত্রে, শিক্ষা ও স্বাস্থে কতটা নিজেকে করেছো উন্নত-
একবার নিজেকে আয়নায় দেখো,
তাহলেই বুঝবে তোমার ক্ষত।
তুমিতো ভাবছো--
বেশ ভালো আছি,
ধনীর ধনেতে পালিত হচ্ছি,
অসৎ লোকের মাথায় চড়ে কেমন পত পত করে উড়ছি!
মদ-মাতাল, চোর-চামার, লোফার যারা হয়েছে তোমার সঙ্গী
তাদের মুখে আজ তোমার গৌরব,
তাদর বিকৃত অঙ্গভঙ্গি
কি সত্যিই শোভনীয়?
স্বাধীনতা তুমি যৌবনে পারলে না দেশটাকে শুধরাতে,
দৈন্যতা তাই ঘরে ঘরে, এখন এই বার্ধক্যে কি করে পারবে- সবার পরাধীনতার চোখের জল মোছাতে!
এখনো নারী ধর্ষিতা হয় প্রতিদিন-প্রতিরাতে
কজন নারীর সম্ভ্রম রক্ষা করতে পেরেছো? দুর্জনেরে আটকাতে তুমি বড়ই দুর্বল স্বাধীনতা।
এখনো শিশু শ্রমিক কাজ করে দু-বেলা দুমুঠো পেটে ভাতে,
শৈশব তাদের হারিয়ে যায় সংসারের অভাব দূর করতে।
শিক্ষিত বেকারত্বের যন্ত্রণা আজও ঘরে ঘরে।
আজ ক্ষণে ক্ষণে
দীর্ঘশ্বাস প্রতি বাবা মাকে মনে করিয়ে দেয় চরম
আশ্রয়হীনতার কথা।
পারোনি তো তাদের পেট ভরে রুটি রুজি দিতে!
বলতে পারো এ দায় কার?
দেশের হোতাদের ঘরে রাশি রাশি টাকা, বলো কোথা থেকে আসে?
দীনের ঘরে জ্বলেনা আলো তাদের শ্রম হচ্ছে চুরি, বলো কে আছে তাদের পাশে?
স্বাধীনতা তুমি এমন কেন শুধু
সবলের গীত গাও?
দূর্বল জনে যে চির অবহেলিত
তাদের চাহিদা কেন না মেটাও?
ছিয়াত্তরতম স্বাধীনতা দিবসে
যদি নতুন শপথ নাও--
ভারতবর্ষ সত্য স্বাধীনতার নব আলোকে সাজবে
দেখাও তার-ই পথ--
বন্দেমাতরম ধ্বনি তুলে তাহলে সেলাম জানাব তোমায়
ভারতবর্ষ তাহলে আবারও শ্রেষ্ঠ আসন লবে।
হবে আমাদের জয় নিশ্চয়।।
বন্দেমাতরম।
Comments
Post a Comment