15 August 2022
স্বাধীনতা
---------------
শুভাশিস চট্টোপাধ্যায়
---------------------------
স্বাধীনতা আমার লকারে রাখা গচ্ছিত সোনা
চোর ডাকাতের ভয়ে থাকি অলংকারহীনা।
স্বাধীনতা বন্ধু তোমার শেখানো বুলি কাকাতুয়া
তুমি বলো স্বাধীনতা নয় ছেলের হাতের মোয়া
স্বাধীনতা সাতরঙা-ঘুড়ি, লাটাই মালিক অন্যজনা।
স্বাধীনতার গাঁটছড়ায় বাঁধা মালিক মজুতদার
বলেছিল খনা, আমি বাদে জানে নাকি সর্বজনা।
স্বাধীনতায় এখনো মেয়েদের হাতে বেড়ি শাঁখা-পলা
কপালে সিঁথিতে রক্ত তিলক এঁকে দিনমান চলা।
স্বাধীনতা চাকুরি প্রার্থীর ধর্নায় জলকামান
প্রতিবাদে সন্তান সম্ভবা রমণীর হরণ সম্মান।
স্বাধীনতা গভীর রাতে তর্করত্নের পুঁটলি ভেট সিধে
স্বাধীনতা লোলুপ দৃষ্টিতে চেয়ে থাকা মহেশের খিদে।
স্বাধীনতা আমিনার শূন্য কলস, ভাঙা খড়ের চাল
নিরন্ন মহেশকে নিয়ে গফুর জোলার নিরবধি কাল।
স্বাধীনতা ঘূর্ণি হওয়ায় ওলটপালট বিচারের বাণী
নকশিকাঁথায় আজো কাঁদে নিরপরাধ অভিমানী।
জাগো বন্ধু জাগো, ত্যজো ঢুলু ঢুলু আঁখি ঘুমঘোর
তিমির হনন শেষে নবারুণ বেশে আন স্বাধীনতা ভোর।
রক্ত ঝরা পথে এসেছে যে স্বাধীনতা ত্যাগ তিতিক্ষায়
সেই স্বাধীনতা আজ পথে কাঁদে আমাদেরই উপেক্ষায়।
Comments
Post a Comment