15 August 2022
আমি শহীদের মা।
দেশের মাটির ঋণ কোনদিন শোধ কি করা যাবে?
আমি না পারলে পারবে তুমি , চেষ্টা করতে হবে।
বলিদান চায় আজকের দেশ।
বারবার তারা বদলায় বেশ
পুলমা বা উরি, কেন কারগিল!
আমাদের ছেলে মরে তিল তিল!
নয়নের মনি ঘরে ফেরেনি সে,
নীরব, নিথর প্রিয়া জাগে বসে
ছেলে বলে ,-বাবা ফিরছে না কেন?
মায়ের দুচোখ খুঁজে ফেরে যেন
পরমবীরের মেডেলটা নিয়ে
ছানিপরা তার দুটি চোখ দিয়ে
আতিপাতি খোঁজে খোকার গন্ধ
সরকারি ভাতা হয়েছে বন্ধ।
মেডেলকাগজ কী হবে এ সবে?
কেউ একখানি কাপড় কি দেবে?
বৌমার আমি লজ্জা ঢাকবো,
ছেলেটার মুখে দুটি ভাত দেব।
তিরঙ্গা ঢেকে এনেছিল তারে
অমন ই কাপড় একটা দে না রে,
এসে গেল শীত, পারি না রে আর
বুক ভেঙে শুধু ওঠে হাহাকার।
খোকা বলেছিল ,আসলে এবার
কাশী নিয়ে যাবে, যাবো নারে আর।
শুধু একবার তুই ফিরে আয় ওরে
দেখ খোকা তোর পরে আছে জ্বরে।
নেই তো ওষুধ ,পথ্য ও নাই।
কত কথা বলে মন্ত্রীমশাই,
তুই চলে গেলি চলে গেল সব,
যত কোলাহল হয়েছে নীরব।
তবু হারব না ,আমি বেঁচে রব।
খোকা বড় হলে তাকেও পাঠাবো।
দেশের জন্য সে ও দেবে প্রাণ।
দেশের মাটি যে চায় বলিদান।
আজকের দেশ চায় বলিদান
আজকের দেশ চায় বলিদান।
মিতালী মুখার্জী
রহড়া /খড়দহ।
৯৯০৩৫৯৫৫৯০
Comments
Post a Comment