15 August 2022
স্বাধীনতা আজ !!!!
ছবি সিনহা বসু
স্বাধীনতা আজ বাক্স বন্দী
স্বাধীনতা আজ ফাইলে ।
স্বাধীনতা আজ বোতল বন্দী
স্বাধীনতা ঐ স্মাইলে ...
স্বাধীনতা আজ মৌজ করো
বার্গার আর পিৎজায়
স্বাধীনতা আজ সব ভুলে তাই
নাচো গাও নির্দ্ধিধায় !
কাঁদছে যারা পেটের ক্ষিদেতে
স্বাধীনতা আজ তাদের ও
মেরা ভারত মহান বলেই
বেরোবে সকালে কাজে ও...
কত স্বাধীনতা এলো গেলো আজ
ওদের কি আসে যায়
রক্ত ঝড়ানো স্বাধীনতা ঐ
বারে বারে কেঁদে যায় !
Comments
Post a Comment