15 August 2022
হঠাৎ দেখা
সেদিন ও তুমি এমনি ছিলে বসে
ঝাউ এর বনের অখন্ড নির্জনে
হাজার ঢেউ এর শব্দ নিয়েও একা
উথাল হাওয়া পায়ের চিহ্ন গোনে।
ভোরের সূর্য তোমার কানের পাশে
লুকোচুরি খেলেঅলকচূর্ণ সাথে
শাড়ির আঁচল সমুদ্রে খেলা করে
তোমাকে সাজাতে ঝিনুকের মালা গাঁথে।
বৃষ্টি ভেজা সে রাতের তারার আলো
দুচোখের মাঝে স্বপ্নের তাজ গড়ে।
নীল ছায়া ছায়া চিকন চিবুক খানি
এক সমুদ্র রহস্যে আছে ভরে।
ঢেউয়ের মুকুটে ঘনীভূত অভিমান
বালুকা বেলায় ছায়া ছায়া সব ধূ ধূ
চোরাবালি ডাকে আয় কাছে আয় আরও।
জীবাশ্ম হয়ে স্মৃতি পরে আছে শুধু।
মিতালী মুখার্জী।
বেঙ্গালোর
২৩/০৬/২০২২
Comments
Post a Comment