15 August 2022



কবিতা-- স্বাধীনতার গল্প
  কলমে অজয় চক্রবর্তী
  ০৭  ০৮  ২০২২

  স্বাধীনতা সে তো সূর্যের এক নাম।
  কত শহীদের রক্তের বিনিময়ে,
  আমাদের হলো পূরণ মনস্কাম।

  আমাদের আর হারানোর কিবা আছে?
  শৃংখল তাই হারানো শুধুই বাকি,
  হারায় না যেন অনুভূতিগুলো পাছে।

  কত বীর দিল জীবনটা হাসিমুখে,
  উড়ছে পতাকা স্বাধীনতা নীল আকাশে,
  মানুষ তবুও আজও রয়ে গেছে দুখে।

  শুধুই পেয়েছে হারায়নি কেউ কিছু,
  হারিয়েছে যার সবই হারিয়ে গেছে,
  দুঃখ যে তার সর্বদা ধায় পিছু।

  জাতিয় ভাষা, জাতিয় কবি কোথায়?
  এতদিন হল স্বাধীনতা এলো ফিরে,
  নেই আহ্বান জাতির তরে হেথায়।

  মানুষ জেনেছে স্বাধীনতা খুব দামী,
  অন্ন, বস্ত্র, বাসস্থান না মেলে,
  শিক্ষা, স্বাস্থ্য, পায় যারা খুব নামি।

  স্বাধীনতা শুধু দিবস পালন করে,
  তাইতো ঘোচেনি পরাধীনতার গ্লানি।
  আজও মানুষ খিদে অনাহারে মরে।

  স্বাধীনতা শুধু কিছু মানুষের ছাতা,
  মাঝে মাঝে শুধু রংটা পাল্টে যায়,
  অসহায় আজও কাঁদছে যে দেশমাতা।


Comments

Popular posts from this blog

কানপুরের জগন্নাথ মন্দির

শ্রীরামপুর - এর ইতিহাস ( ভাগ - ১ )