15 August 2022
*আমি ভারতবর্ষ বলছি*
কলমে:-রাঘব পোড়ে
স্বাধীনতা জীবনে আমার বয়স ৭৬ বছর,
আজও উপলব্ধি করতে পারিনি স্বাধীনতার মনে।
আমার ব্যথা যদি কেউ বুঝতে না পারো,
তবে প্রশ্ন করো সেইসব দেশপ্রেমীর উত্তরসূরিদের,
যারা স্বাধীনতার নাম করে চুক্তিপত্রে
লিখেছিল আমার অঙ্গচ্ছেদের কথা।
কার স্বার্থে শুরু থেকেই আজও
রাম-রহিমকে নিয়ে
বিভেদের প্রাচীর গড়ে চলেছে?
কেনই বা স্বাধীন দেশের শীর্ণকায় শিশুরা
ক্ষুধার জ্বালায় আবর্জনার স্তুপে
করে চলেছে উচ্ছিষ্টের সন্ধান?
রাতের অন্ধকারে সম্ভ্রান্ত গৃহবধূ
কেন করবে শরীরের নিলাম?
আমাদের সুখের জন্য যারা শহীদ হলো,
তাদের আত্মা কি শান্তি পেয়েছে?
হে ভারতের সু-মহান নাগরিকবৃন্দ,
তোমরা শুধু একবার ভেবে দেখো
আমার এই লেখনীর মর্মবাণী।
আপামর দেশবাসীর চোখের জল
চোখেই শুকিয়ে গেল,
স্বাধীনতার স্বাদ বুঝলো না।
"বন্দে মাতরম্ , জয় হিন্দ"।
Comments
Post a Comment