15 August 2022
শিরোনাম:- "স্বধীনতা এক স্বপ্ন"
কলমে:- দিলীপ কংস বণিক।
*************************
অতিসাধারণ ভারতবাসী তারা কি প্রকৃত স্বাধীন?
অনাহারে অর্ধাহারে কাটে যাদের দিন।
সকল ভারতবাসী পেয়েছে কি সমান অধিকার?
আজ ও চারিভাগে বিভক্ত হতেহয় স্কুল পড়ুয়ার।
(এস,টি,)(এস,সি,)(ও,বি,সি,) আর সাধারণ,
ছোট বেলায় শেখানো হলো বর্ণ ভেদের কারণ।
মুখে বলি নারীদের সমান অধিকার!
পূর্ণ রূপায়নে এখনও হয়নি সবাকার।
কোথাও কোথাও খর্বকরাহচ্ছে বাক্ স্বাধীনতা,
তাই দুর্বলের চুপ করতে হয়, কথায় থাকলেও সত্যতা।
আমি খুঁজে চলেছি প্রকৃত 'স্বাধীনতার' মানে,
তারে আমি কোথায় পাবো গেলে কোন খানে?
'স্বাধীনতা' সংগ্রামের সেইসব বীরেরা শুনিয়েছেন 'সাম্যেরবাণী'
'সাম্য' প্রতিষ্ঠা করিবো আমরা 'স্বাধীনতা সূর্য' আনি।
তাঁদের সেই স্বপ্ন, স্বপ্ন ই রয়ে গেছে
আবহমানকাল তাহা বয়ে চলেছে।
কবে আসিবে সেই 'স্বধীনতা' সবাই 'সাম্যবাদী'
ভবিষ্যতে আসিবে স্বপ্নদেখি বর্তমান আশাবাদী।
'স্বধীন' বলতে যে কথাটি আমার মনে দেয় 'ধরা'
স্ব অধীন হয়ে দেশ ও দশের কল্যাণ সাধন করা।
এই যদি হয় 'স্বাধীনতার' মূল অর্থ,
তাহলে হয়তো অনুভব করেছি মর্মার্থ।
স্ব অধীন 'সাম্যবাদী' হয়ে যদি করিতে পারি দেশ ও দশের কল্যাণ সাধন,
তবেই 'বন্দেমাতরম' মন্ত্রের 'ভারতমাতার' সেই বীর সন্তানদের স্বপ্নপূরণ।
_____________________
🌹 বন্দেমাতরম 🌹
Comments
Post a Comment