15 August 2022
স্বদেশ আমার
কলমে জয়িতা বর্ধন
স্বদেশ আমার জন্মভূমি,
যেন সূর্যের প্রতিরূপ তুমি।
তুমি প্রবালপ্রতিম অমৃতস্য পুত্র ।
তুমি ভাতৃত্ব , মঙ্গল ও সৌহাদ্রের সূত্র।
তুমি দেশনায়কদের বলিদান এর জীবন্ত স্বরূপ ।
তুমি অক্ষয় ,অমলিন ,জীবন্ত রূপ ।
স্বদেশ তুমি সদা জাগ্রত।
দেশ হিতে প্রান বলিদান হয়েছে শত শত।
তোমার শিখরে জয় টিকা প্রজ্বলিত হোক বারংবার, তোমার তরে নবযৌবন প্রতিক্ষনে হয়েছে সোচ্চার। তোমার ক্রোড়ে জন্ম নিয়েছেন
নেতাজি ,রবীন্দ্রনাথ ,গান্ধীজি আরো কত মহান |
আবার তোমার শৃংখল উন্মোচনে কত প্রাণ
হয়েছে ক্ষিন|
তুমি ছিলে, আছো ,থাকবে অক্ষয় ,অজেয়, অমলীন।
সন্তোষপুর
কলকাতা ৭০০৭৫
Comments
Post a Comment