15 August 2022



স্বাধীনতার মানে 
আভা সরকার মন্ডল

স্বাধীনতার মানে হল---মনকে উদার করা
রক্ষা করতে পতাকার মান সত্য আঁকড়ে ধরা ---
অখণ্ড এক স্বদেশভূমি গড়ার শপথ বুকে
এক পতাকার তলেই সবার থাকা সুখে দুখে ।

স্বাধীনতার মানে হল প্রাণের-ই স্পন্দনে
মিল-মহব্বত ধরে রাখা সম্প্রীতির বন্ধনে---
অপ্রীতি আর ঘৃণা বিলায়-- মনটা যাদের কালো
স্বাধীনতার মানে তাদের,  নেই তো জানা ভালো।

চিন্তাধারায় সুস্থতা আর আচরণে রুচি
স্বাধীন মনকে ঋদ্ধ করে, প্রানকে করে শুচি---
সুখে বাঁচার স্বপ্ন নিয়েই স্বাধীন দেশ হয় গড়া
স্বাধীনতা পাওয়ার চেয়েও কঠিন রক্ষা করা ।

Ava Sarkar Mandal
'Prayas' ,Ukilpara
Dr. B C Roy Sarani
Raiganj , Uttar Dinajpur
WB/India
Pin...  733134       
W.app…..  9474071386
E.Mail....  ava.mailme,@gmail.com


Comments

Popular posts from this blog

কানপুরের জগন্নাথ মন্দির

শ্রীরামপুর - এর ইতিহাস ( ভাগ - ১ )